পৃথক চিন্তায় বেড়ে ওঠা দু’জন দু’দিকে গেছে
একজন আলো অভিমুখে হেঁটে হয়ে উঠেছে আলোকিত
অন্যজন বিপরীত আলোয় কোথায় যে তলিয়ে গেছে।
পুনরায় মিলনের সম্ভাবনা নেই, যদিও মিলে
আলোকিত জনের আলো অন্ধকার মিটাতে পারবে না
মনের গভীরে ভয়ানক কৃষ্ণপক্ষ, কোন আলো ভেদ করা
অসম্ভব।
আলোর কারবারি অহেতুক আলো ছড়ানোর চেষ্টা করে
যাদের মনে অন্ধকারের স্থায়ী আসন, তাদের বোধে
সত্য পৌঁছানোর চেষ্টা পণ্ডশ্রম।
রাজাকারদের পোষ্যদের মুজিব আলোর সাথে পরিচয়ের চেষ্টা
না করানোই ভালো, এদের মন-মগজ মুজিব ধারণে অক্ষম
সত্য, আলো এরা সহ্য করতে পারে না।
যাদের পথ অন্ধকারে নির্ধারিত হয়ে গেছে, তাদের পিছনে
আলো নিয়ে হাঁটা নিরর্থক। যে নরকে যেতে চায়
তাকে যেতে দাও, নরক এড়ানোর কাঙ্ক্ষা যার আছে
তার দিকে হাত বাড়াও।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আলোর কারবারি অহেতুক আলো ছড়ানোর চেষ্টা করে
যাদের মনে অন্ধকারের স্থায়ী আসন, তাদের বোধে
সত্য পৌঁছানোর চেষ্টা পণ্ডশ্রম।
loading...