একদিন ঘুমিয়ে পড়বো, মুঠো মুঠো
মাটি ঢেকে দিবে আমার লজ্জা।
আমি কী লজ্জিত ছিলাম? পায়ের
জুতা কী অকারণে আঘাত করেছে?
আমার গরিমায় বিব্রত বাতাস কী
নালিশ জানিয়েছিল?
নিজেকে উঁচু ভাবতাম, নিম্ন জাতদের
সবসময় এড়িয়ে গেছি। আমার
পায়ের কাছে বসে থাকা কুকুরের
অবয়বে মানুষ দেখছি। অথবা মানুষের
অবয়বে কুকুর রুটির আশায়
পায়ের কাছে এসে বসে থেকেছে।
আমি চিরকাল কুকুরদের তাচ্ছিল্য
করে গেছি, তাচ্ছিল্য করেছি মানুষকে।
গতকাল কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম
কয়েকটি কুকুর সদ্য খোঁড়া কবর
থেকে লাশ টেনে বের করে কামড়ে
খাচ্ছিল। ভাল করে চেয়ে দেখলাম
লাশটি আমার। কুকুরের মুখের দিকে
তাকিয়ে নিজেকেই দেখছিলাম।
কবরের মাটি আমাকে নিরাপদ রাখতে
পারে নি, আমার নগ্ন লজ্জা
উন্মুক্ত করছে কুকুর। কুকুরের পায়ের
নীচে পিষ্ট আমার গরিমা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভাল করে চেয়ে দেখলাম লাশটি আমার। কুকুরের মুখের দিকে
তাকিয়ে নিজেকেই দেখছিলাম।
কবরের মাটি আমাকে নিরাপদ রাখতে পারে নি, আমার নগ্ন লজ্জা উন্মুক্ত করছে কুকুর।
loading...
ভালো লাগলো
loading...