পাবের বাইরে জবুথবু বৃদ্ধ
‘স্পেয়ার এ পেনি’ বলে
মনোযোগ কাড়তে চেষ্টা করছে
দাঁড়ালাম, পকেট হাতড়ে
কিছু খুচরো মুদ্রা দিতে
গিয়ে ভিক্ষাবৃত্তিকে প্রণোদনা দিচ্ছি
ভেবে দ্বিধান্বিত হলাম।
দ্বিধা ঝেড়ে ফিরে আসছি
শুনতে পেলাম উচ্ছ্বসিত বৃদ্ধ
বলছে ‘গড ব্লেস ইউ মাই সান’
বৃদ্ধের বিশ্বাসের সাথে
আমার অনেক অমিল
তার গড কি মঙ্গল
করবে, ভাবতে গিয়ে
নিজেকে ছোট মনে হল।
যদিও জানি আল্লাহ, ভগবান, গড
একই অঙ্গে ভিন্নরূপ
তবুও আজন্ম ধর্মবোধ
অন্য বিশ্বাস স্বীকার করতে দেয় না।
বৃদ্ধের আশীর্বাদে দ্বিধা থেকে গেল
মানুষ পরিচয়ে দ্বিধা থেকে গেল।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আন্তরিক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই।
loading...