আঁধার টের পাই, টের পাই
সংকুচিত হয়ে আসছে সময়
বিস্তৃত প্রান্তরের বিকেল, কতদিন
হাঁটা হয় না। কতদিন ঘাসের গালিচায়
শোয়ে বলা হয় না মনের কথা।
তার সাথে সাক্ষাতের আগে, নিজের
নিজের প্রস্তুত প্রণালী পুনরায় যাচা
হয় না। টিউশনির টাকা জমিয়ে হয়েছিলাম
সুগন্ধি বাজারের খরিদদার,
দীর্ঘদিন নাকে পাইনি তার খোশবু।
এক বৃক্ষের কাছে নতজানু হয়ে
নিজেকে উগরেছিলাম, গোপনীয়তার
শর্তে প্রকাশ করেছিলাম বিরহ বেদনা।
নির্লজ্জ বৃক্ষ বিশ্বাস হীন রাতে
সব বলে দিয়েছে। সকালের ঘাটে
মুখ দেখাতে পারিনা। সবাই করুণার চোখে
তাকায়। সবাই ঘৃণার চোখে তাকায়।
অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঘায়েল হয়েছি,
পরাজিত বাহু কণ্ঠনালি চেপে ধরেছে।
সময়ের অন্ত হচ্ছে, জীবনের অন্ত হচ্ছে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর প্রকাশ
loading...
সময়ের অন্ত হচ্ছে, জীবনের অন্ত হচ্ছে।
loading...
বেশ ভাবনাময় কবি দা
loading...