ডাকছে কুদালিছড়া
ডাকছে আনসার মাঠ
ডাকছে কালেঙ্গা, ফাটাবিল
টিকর বাড়ির টিলা
ডাকছে মনু
পুনরায়
অবগাহনের জন্য
হাঁটুজলের নদীর সাথে
শেষবার যখন দেখা হয়েছিল
তখন তার রুগ্ন শরীর
ভগ্ন হৃদয়
শুশ্রূষার কথা
অনুভব করে
শুশ্রূষা দিয়েছি
নিয়ম করে প্রতিদিন
কপালে জলপট্টি
শরীরে
হাত বুলিয়ে দিয়েছি
তিতকুটা ঔষুধের পুরিয়া
দিয়েছি মুখে
শুশ্রূষায় সুস্থ হলে
তবেই ফিরেছি, প্রাণের নদী
ভালোই ছিল
কিন্তু একাকীত্বের অসুখ
পুনরায়
আসন গেড়েছে
দিন ভাল যাচ্ছে না
খবর পাঠিয়েছে, আমাকে
না দেখলে অসুখ সারবে না
একাকীত্বের অসুখ কতোটা
ভয়াবহ হতে পারে
অভিজ্ঞতা আছে
প্রবাসে, মহারাণীর দেশে
সুখ প্রাচুর্যে অতিবাহিত
সময়ে একাকীত্বের অন্ধকার
যখন হামলে পরে
আত্মবিধ্বংসী চিন্তা
মন মগজ আচ্ছন্ন করে ফেলে
এই মুহূর্তে
নদীর সুস্থতার চেয়ে
গুরুত্বপূর্ণ অন্যকিছু ভাবতে
পারছি না, আমি ফিরছি
নদীর ডাকে ফিরে যাচ্ছি
মায়ের কাছে, নদী আমার মা
মা ডাকছে আমাকে ফিরতেই হবে…
loading...
loading...
সুখ প্রাচুর্যে অতিবাহিত সময়ে একাকীত্বের অন্ধকার যখন হামলে পরে
আত্মবিধ্বংসী চিন্তা মন মগজ আচ্ছন্ন করে ফেলে।
মা ডাকছে আমাকে ফিরতেই হবে… সুতরাং ফিরে আসুন কবি স্বদেশ মায়ের কাছে। স্বাগতম।
loading...
মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার।
একটু বাড়তি ঝামেলা হলেও ফিরে আসুন!
loading...
আলহামদুলিল্লাহ কবি আবু মকসুদ। ফিরুন মা মাটি আর মানুষের জন্য। দেখ যান স্বদেশ আপনার কেমন আছে। ফি আমানিল্লাহ।
loading...
স্বদেশ বিদেশ হবে, বিদেশ কখনও স্বদেশ হবে না কবি মকসুদ ভাই।
ফিরুন ভালোবাসায়।
loading...
বহুকাল দেশে ফেরা হয় না। মাকে কাছে এনে রেখেছি। দেশ-ফেরা মানুষের ভাগ্যের জন্য জানি না কেমন একধরণের ঈর্ষা হয়। আমিও যদি ফিরতে পারতাম। যান দেশে যান। শুভেচ্ছা।
loading...
অভিনন্দন প্রিয় কবি দা।
loading...
loading...
শুভকামনা।
loading...