শোক দিবসের শেষে বঙ্গবন্ধু পুনরুজ্জীবিত হলেন
মতি মিয়ার চা-শালায় এক কাপ দুধ চা
অনেকদিন বিরতিতে তাঁর চেহারা বদলে গেছে
আগের সৌম্য কান্তি মুখে কিছু পরিমাণ
ক্লান্তি যুক্ত হয়েছে, চোখের উজ্জ্বলতায়
তিনি সাত মার্চ ধারণ করে আছেন
লোকজন তাঁকে চিনতে পারছে কিন্তু
কেমন বিশ্বাস করতে পারছে না
তিনি নিজ থেকে বলছেন না কিছুই
একমনে চায়ের কাপে চুমুক দিচ্ছেন
মতি মিয়ার বয়স তেহাত্তর পূর্বে
একবার বঙ্গবন্ধুর সঙ্গ লাভ হয়েছিল
বঙ্গবন্ধু তাঁকে দেখে মিটিমিটি হাসছেন
মতি মিয়ার ধন্দ্ব কাটছে না
সে পুরোপুরি বিস্ময়াভূত
বঙ্গবন্ধু ফিরেছেন শুনে ভীড় জমে গেছে
অনেকেই তাঁকে দেখতে আসছে
অনেকেই কৌতুহল আর প্রশ্ন নিয়ে আসছে
বঙ্গবন্ধু কিছুই বলছেন না, তিনি ভীড়ের
মুখ গুলো দেখছেন কাকে যেনো খুঁজছেন
বঙ্গবন্ধু কাকে খুঁজছেন জানি না
ভীড়ের মাঝে মোস্তাক টুপি পরিহিত
দুয়েকজন দেখা যাচ্ছে
বঙ্গবন্ধু হঠাৎ উঠে দাঁড়ালেন এবং
হাওয়া হয়ে গেলেন, মোস্তাক সম্প্রদায়
আক্রোশে হাত কচলাতে থাকলো
মোস্তাকদের অস্তিত্ব নিশ্চিত হতে
তিনি ফিরেছিলেন কি না নিশ্চিত নই
তারা যে এখনো আছে এটা নিশ্চিত
loading...
loading...
মোস্তাকদের অস্তিত্ব নিশ্চিত হতে
তিনি ফিরেছিলেন কি না নিশ্চিত নই
তারা যে এখনো আছে এটা নিশ্চিত।
বেঈমানদের নাগপাশ থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করতে হবে।
loading...
বঙ্গবন্ধু পুনরুজ্জীবিত হোন। একজন মানুষ পৃথিবীতে পুনরায় ফিরে আসুন মনে প্রাণে চাই। শুভেচ্ছা কবি আবু মকসুদ ভাই।
loading...
বঙ্গবন্ধুর পুনরুজ্জীবন যদি সত্যিসত্যই সত্য হতো।
loading...
জীবিত মুজিবের চাইতে স্মৃতির মুজিব বেশী শক্তিশালী। বেশী অনুপ্রেরণার।
loading...
স্যাল্যূট কবি মকসুদ ভাই।
loading...
অভিশপ্ত পরিবৃত্তে জাতির জনক।
loading...
অসাধারন।
loading...