জীবনের ববিতা
সবাই যখন শাবানা শাবানা বলে
সাবানের মতো মুখে ফেনা তুলত
আমি তখন ববিতায় মজে ছিলাম
আহা কি মাদকতা, পপি ফুলের
মাদকতায় কৈশোর পেরিয়েছি
মনে পড়ে লাভ ইন সিংগাপুরে
অন্তর্বাস দেখা যায় শুনে হুমড়ি
খেয়ে পড়েছিলাম তন্ন তন্ন করে খুঁজেছি
অন্তর্বাসের দেখা মেলেনি, হতাশ হই নি
রবার্ট ব্রুসের অভিজ্ঞতা ধার করে
সপ্তমবার চেষ্টা করেছি, বিফল
হলেও আশা হারাই নি অষ্টমবারে
সফল হয়েছি, আচমকা নিজের মনে
অন্তরের ছোঁয়া পেয়েছি, ববিতার ছোঁয়ায়
জীবন বদলে গেছে, অদম্য কৈশোর থেকে
প্রাণিত যৌবন তার স্পর্শে কেটে গেছে
মনে পড়ে পাশের বাড়ির আপার আদলে
ববিতা খুঁজতাম, আপার প্রশ্রয় সত্ত্বেও
সীমারেখা অতিক্রম করি নি, আমার ববিতা
পুত-পবিত্র, কালিমার কোন দাগ তাকে ছোঁবে না
আপার বিয়ের পরে ববিতা তিরোহিত হবে
ভাবনায় ‘অনন্ত প্রেম’ দেখি, রাজ্জাক
হয়ে পলাতক তার কাছে ধরা দেবো এমন
স্বপ্ন আন্দোলিত করে, যতই পলাতক মন
ববিতা জড়াতে চায়, ববিতা ততই দূরে সরে
‘অনঙ্গ বউ’ দূর প্রদেশের যাত্রী ধরা ছোঁয়ার
অনেক উর্ধ্বে, তবু জীবন ববিতাময়তা
মাড়াতে পারে না, এক বিকেলে অস্পষ্ট
ছায়ায় তার দেখা পাই, ববিতা যেচেই চলে আসে
আমি পরিপূর্ণ হই, অন্তর্বাসের উন্মোচনে প্লুত হই
২৪ বছর ধরে ববিতাময় মন্দ কাটছে না
‘অনঙ্গ বউ’ আগলে রাখে বাড়ির আঙ্গিনা…
loading...
loading...
loading...
সম্ভবত বৌদির সাথে আপনার ২৪ বছর চলছে। বিবাহ বার্ষিকী সমৃদ্ধ হোক প্রিয় কবি।
loading...
অনন্তকাল ববিতাময় থাকুন।
loading...
এভাবেই ভালো থাকুন কবি।
loading...
জীবনের ববিতা কে নিয়ে বাকি জীবন সুখি হোন।
loading...