প্রার্থনা

প্রার্থনা

কাঠফাটা মাঠ অপেক্ষায় আছে
তপ্ত বুকে হাহাকার প্রতিধ্বনিত হচ্ছে
বহু জনমের অভিতাপ সইতে সইতে
তার মধ্য স্থিতি হয়ে গেছে ভীষণ নাজুক

সইবার মতো ধৈর্য অবশিষ্ট নাই
সামাল না দিতে পারলে
পরিপাশের ভয়াবহ পরিণতি হতে পারে

পুকুরের মাছ অপেক্ষায় আছে
তার জলকেলির সঙ্গী ছুটছে ঠিকই
কিন্তু মনমরা মনে উছলানোর যুক্তি পাচ্ছে না

এককালের যৌবতী দীঘি পুকুরের
তলদেশে হয়ে আছে, যৌবন গিয়েছে কবে
যা আছে অবশিষ্ট তাতে জলকেলি
দীর্ঘস্থায়ী হবে না নিশ্চিত

অশ্বত্থের শিকড় অপেক্ষায় আছে
তার শরীরের পরতে পরতে কাঠিন্য
বাসা বেধেছে, জীবনের সময়
সংকীর্ণ হচ্ছে দেখে অসহায় অশ্বত্থ
পাখিদের দিচ্ছে না কাঙ্ক্ষিত শুশ্রূষা

অপেক্ষায় আছে মাঠের দোয়েল
দূরে ধান কাউনের বন
ক্ষয়িষ্ণু মনে উড়বার শক্তি হারিয়েছে
বেদনার পাখায় জেঁকে বসেছে অনীহা

অপেক্ষায় আছে একজোড়া প্রবীণ
তালপাতা পাখায় অন্ত হচ্ছে না
জীবনের ক্লান্তি, শেষ যাত্রার পরিপাটি
আয়োজন ভেস্তে যাচ্ছে
কাঙ্ক্ষিত নিরিবিলি অবসরে
কেবলই হানা দিচ্ছে বিগত মুদ্রাদোষ

অপেক্ষায় আছে শিশু কোলে অসহায় মা
শুকিয়ে যাচ্ছে তার দুধের নহর
তৃষ্ণার্ত শিশুর গালে মায়াবী চুম্বন
অন্তে অমঙ্গল আশঙ্কায় কেঁপে উঠছে বুক

অপেক্ষায় আছে সদ্য জোড় বাঁধা প্রেমিক প্রেমিকা
হৃদয়ের অলিগলি ঠিকঠাক মিলে গেলেও
সম্পন্ন হচ্ছে না আনুষ্ঠানিক অভিষেক
একসাথে সিক্ত হওয়ার বাসনা অপূর্ণ থেকে যাচ্ছে

অপেক্ষায় আছে দিগন্ত চরাচর
শিক্ষকের ছাতা, বাঁশবন
বেদেনীর ঝুরি, অপেক্ষায় আছে
শ্রমিকের ঘাম, বরজের পান
নিদ্রাহীন পথের কুকুর অপেক্ষায় আছে

হে মহামহিম মেঘ তোমার অভাবে
মর্ত্যে কারবালা অবস্থা
মানুষের মনে, পশুদের বনে
মহামারী বিরাজ করছে
পানির অভাবে শুকিয়ে যাচ্ছে মাঠ
প্রান্তর শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে
মানব হৃদয়, সেখানে জড়ো হচ্ছে
লোভ, ঈর্ষা, রেষ
পানির অভাবে মানুষ আজ
মানুষ হত্যায় উদ্যত

হে প্রিয় মেঘ দয়া করো
পুনরায় সিক্ত করো মানব হৃদয়
তোমার কন্যা বৃষ্টিকে
এখনি মর্ত্যে পাঠাও

বৃষ্টি জলে ধুয়ে যাক যাবতীয় পঙ্কিলতা
নতুন ভোরের দোর খুলুক পবিত্র ধরণি

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৩-২০১৯ | ২২:৫৯ |

    বৃষ্টি জলে ধুয়ে যাক যাবতীয় পঙ্কিলতা
    নতুন ভোরের দোর খুলুক পবিত্র ধরণি

    এমন প্রত্যাশাই রাখি প্রিয় কবি আবু মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. শাকিলা তুবা : ১০-০৩-২০১৯ | ২৩:০৩ |

    আপনার লিখা নিশ্চয়ই পছন্দ করতাম। ইদানীং তেমন চোখে পড়ে না। 

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১০-০৩-২০১৯ | ২৩:১০ |

    এমন ক্লাসিক টাইপর কবিতা ভালো লাগে পড়তে কবি মকসুদ ভাই।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১০-০৩-২০১৯ | ২৩:১১ |

    বরাবরই আপনার কবিতা আমি যথেষ্ঠ পছন্দ করি। বানানরীতির অসাধারণ মিশ্রণ। 

    GD Star Rating
    loading...