আজ থেকে ৩৪ বছর আগে একটা ছড়া লিখেছিলাম
ছড়াটি এরকম ছিল…
পৃথিবীতে শান্তি
আসবেই আসবে
সুখী হয়ে শিশুরা
হাসবেই হাসবে…
অস্ত্রের যুদ্ধ
হবে জেনো বন্ধ
একদিন শেষ হবে
সংঘাত দ্বন্দ্ব…
চলে যাবে একদিন
আছে যত অন্যায়
হিংসার শেষ হবে
ভালবাসা বন্যায়…
ছড়া লেখার পর পরেই আশা করেছিলাম পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে… ৩০ ততোধিক বছর পেরিয়ে গেছে… শান্তি অধরা থেকে গেছে… তবু আশা ছাড়ি নি…
আমার ছেলের বয়েস প্রায় সতেরো তার কলেজের একটা পেপারের জন্য রচনা লিখছে একটা লাইন পড়ে স্মৃতিকাতর হয়ে গেলাম… Peace will come here on earth, children will laugh, the fear of war will soon come to an end, the world will be at peace…
আজ থেকে তিরিশ বা ততোধিক বছর পরে ছেলে হয়তো তার ছেলেকে এমন কিছু লিখতে দেখবে, এভাবে স্মৃতিকাতর হবে… তবে শান্তির আশা ছাড়বেনা… বংশ পরম্পরায় আমরা শুধু আশাই করে যাবো… আশাবাদ ছাড়া যাবে না…
loading...
loading...
আমাদের এমন সকল স্মৃতি … কেবলই স্মৃতি হয়ে থাক।
loading...
চলে যাবে একদিন, আছে যত অন্যায়
হিংসার শেষ হবে, ভালবাসা বন্যায়…
খুব ভালো লাগল। শুভেচ্ছা রেখে গেলাম প্রিয় লেখক।
loading...
আশাবাদ ছাড়া যাবে না কবি।
loading...