অতিথি-নিবাস
মাঝে মাঝে ছায়াপথের নক্ষত্র হতে মন চায়
ফিরে আসি তাই ছেলেবেলার কাছে
আমার বন্ধুরা প্রায়ই দূরে যায়, দূর বিহারে
আমি দূরে গেলে পিছু ডাকে নারকেলডাঙা
অসময়ে আধপাকা চুল, পেয়ে গেছি গেটপাস
লেমন ফ্লেভার বিকেলের চা, নীরস চুমুক
আমার বন্ধুরা অন্ত-পুরবাসী, অবক্ষয়ে নতজানু
আমি অন্ত-পুরবাসী হলে কেঁদে উঠে অতিথি-নিবাস
সুতো ছেঁড়া স্মৃতির ঘুড়িগুলি খুঁজে উৎসমুখ
রঙের অভাবে ছেলেবেলা স্তব্ধ ফড়িং
সুরার গেলাস হাতে আমার বন্ধুরা প্রলেতারিয়েত
আমি গেলাস নিলে তড়পায় মধ্যবিত্ত সংস্কার
প্রাণের শালিক যায় দূরে, দূর বিদেশে
ঘন রোদের আঁচে ভিতর জানালা বন্ধ
যে যাবার যাক, পাখির পালক
আমি শুধু আঁকড়ে থাকি অতিথি নিবাস…
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর কবিতা প্রিয় মকসুদ ভাই। শুভ দিন।
loading...
ভালো লাগলো প্রিয় কবি।
loading...