এক বোন পারুল
(শেখ হাসিনার জন্মদিনে, শুভেচ্ছা…
খুনির খাবলে একে একে ঝরে পরছে ফুল
গ্রহণের দিনগুলি অতিকায় দীর্ঘ হয়
মরমের শরম চাঁদ জানায় অমাবস্যার রাতে
সময় থেমে থাকুক, কারোরই মুখ দেখাবার
যো নেই, জ্যোৎস্না প্লাবিত প্রান্তরে যে ঘোড়া
দুরন্ত দাপটে ছুটে আসতো কতিপয় নেড়ি
তাঁর গতিরোধ করেছে। নিরস্ত্র হত্যার পৈশাচিক
আনন্দ শেষে হানাদার বান্ধব সারমেয়
নিজেদের মাতৃ পরিচয় ভুলে জারজত্বকেই
নিজেদের ভিত ভাবে, জারজ বরাহদের
তাণ্ডব স্তিমিত হলে পশ্চিমাকাশের অস্তমিত
সূর্য অপেক্ষায় থাকে, সূর্য অস্তমিত থাকে না
ভোরের প্রয়োজনেই তাঁকে উত্থিত হতে হয়
একে একে ভোর জড়ো হলে পৃথিবী জেনে যায়
তাঁর আগমনের বার্তা, উদ্দীপনার দিন ঘোষিত
হলে ফুলেরা, পাখিরা, গাছেরা, অপার আকশের
মেঘেরা, অতল সাগরের জল, দারুচিনি দ্বীপের
বাতাস নিজেদের উজ্জীবিত করে, অন্ধকার
রাতের পরে আসবে পেলব ভোর, দিকহারা
জাহাজের নাবিক দৃঢ় আত্মবিশ্বাসে পৌঁছাবে
এই আত্মবিশ্বাসই তাঁকে চালিত করে…
ঝড় তাণ্ডবের রাতের পরে চম্পা ডালে ফুটে
থাকা সাত ভাই জেনে যায় এসে গেছে
এক বোন পারুল, আর কোন ভয় নেই
অশুভ দানবের অন্ত সমাগত, পারুলের
পরিচর্যায় পুনরায় পৃথিবী সুজলা সুফলা হবে
অপার আকাশ পুনরায় সূর্যের বসতি হবে…
loading...
loading...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে, আমাদেরও শুভেচ্ছা। তিনি ভালো থাকুন।
loading...