আহত ঐতিহ্যের নদী-১০

সূর্যের প্রথম প্রহরে
আকাশে ঈশ্বরের ছায়া পরে
কোমল ছায়ায় বৃক্ষের সবুজেরা
দোলায়িত হতে থাকে, ঈশ্বরের উপস্থিতি

জ্ঞাত উপাসক মানুষেরা
নিজেদের অতৃপ্তির তালিকা জোর গলায়
পেশ করতে থাকলে, ছায়াধারী ঈশ্বর খানিকটা
অপ্রস্তুত বা বিরক্তি নিয়ে
সমাহিত শান্ত আদল ছেড়ে আড়ালে যান

আড়াল থেকে সূর্যের রূপান্তরিত রূপে নিজকে মিলিয়ে নিয়ে
পরিপূর্ণ সকাল থেকে গনগনে দুপুর, পেলব বিকেল পেরিয়ে
গোধূলি সন্ধ্যা মাড়িয়ে রাতের আঁধারে নিজেকে বিলুপ্ত করেন

নিজস্ব আঁধারে নিজের অক্ষমতা পাঠ শেষে সূর্যের ঘাড়ে
পুনরায় আবির্ভূত হতে হবে, এই খায়েসে ঈশ্বরের মন
আন্দোলিত হতে থাকে, দিনের প্রথম প্রহরে বৃক্ষের সবুজেরা
দোলায়িত হউক, ডালের পাখিরা ধান কাউনের বনে উড়াল
শেষে ছানার জন্য কুড়িয়ে আনুক খড়কুটা, কাঠবিড়ালি
গাছের গর্তে আরামে ঘুমিয়ে থাকুক, প্রস্তুতি পর্ব শেষে
প্রভাত সূর্য মর্ত্যে উদিত হউক

আবডালে থাকা ঈশ্বরও সূর্যের ঘাড়ে চড়ে আবির্ভূত হউন
তার কানে শুধু তুলা গোঁজা থাকুক, উপাসক মানুষের
আহাজারি কোন ভাবেই যেন তার কর্ণে পৌঁছুতে না পারে…

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. আনিসুর রহমান : ২৭-০৩-২০১৭ | ১৩:৩০ |

    ভীষণ আক্ষেপ !!!

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৭-০৩-২০১৭ | ১৩:৪৬ |

    আহত ঐতিহ্যের নদী শীর্ষক লিখা গুলো দারুণ একটি কাব্য গ্রন্থ হবে আমি নিশ্চিত।
    অগ্রীম অভিনন্দন প্রিয় মকসুদ ভাই। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...