বিজ্ঞান মাত্রই ভালো নয়

প্রিয় হৃদি, চলো আজ কিছু বিজ্ঞান শিখি।

রাতের জঠরে ধীরে ধীরে কিভাবে জন্মায় প্রতিটি ভোর
যদি জানতে চাও আকাশে তাকাও, তাকিয়েই থাকো
শেষ তারাটি মুছে যাওয়ার ক্ষণ পর্যন্ত।
প্রাচীন নাবিকের মত তুমিও দেখবে
ধলপহর গিলে আদম-সুরত, কম্পাসের কাটায় ভোর।
ভোরের খোলস থেকে বেরোয় দুপুর
দুপুরের দীর্ঘশ্বাসের বিস্তার সন্ধ্যাবাতির বুকে পড়তেই
জেগে ওঠেন বুড়ো নিউটন,
‘প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’
আওড়াতে আওড়াতে সন্ধ্যার শেষ বাঁকে দিনকে খুন করে নির্বিকার রাত,
প্রতিটি মুহুর্তই মরে যায় পরবর্তী মুহুর্তের ঘায়ে-
একে বলে সময়ের খুন-চক্র।

প্রিয় হৃদি, তুমি কি জানো বিজ্ঞান আজ বড় অসহায়
যে পুরোহিত না জানে ধর্ম, না জানে বিজ্ঞান-
সে’ই বিজ্ঞানের পাতায় পাতায় খুঁজে পায় ধর্ম
ধর্মের আয়াতে আয়াতে বিজ্ঞান
যে কবি না জানে কাব্য, না জানে কবিতা-
সে’ই লেখে কবিতার বিজ্ঞান, কাব্যের ফরমুলা
যে প্রেমিক না জানে বিভ্রম, না জানে মোহ-
সে’ই জানে প্রেম মানে বিজ্ঞান, প্রণয় মানেই বায়োলজি
এ হচ্ছে বিজ্ঞানের হীনমন্যতাচক্র–
যার যেখানে আত্মসংকট ও আত্মবিশ্বাসের ঘাটতি
সেখানেই টেনে আনে স্বাক্ষীগোপাল বিজ্ঞান।

প্রিয় হৃদি, বিজ্ঞান মাত্রই ভালো নয়
বিজ্ঞানের সকল খুনচক্র ও হীনমন্যতাচক্র
কেন্দ্র করে ঘুরেন নিউটন-
শক্তির রূপান্তর আছে, বিনাশ নেই
সকল খুনের রূপান্তর আছে, বিনাশ নেই
সকল হীনমন্যতার রূপান্তর আছে, বিনাশ নেই
প্রেমও শক্তি – প্রেমের রূপান্তর আছে, বিনাশ নেই।

এই বিনাশহীন রূপান্তর চক্রকে অস্বীকার করে
এক নগণ্য অন্ধকবি-
স্বপ্নে তোমায় ভালোবাসে, চুমো খায়, আলিঙ্গনে জড়ায়-
সেখানে কোনো খুনচক্র ও হীনমন্যতা নেই
ভালোবাসার প্রতিদ্বন্ধী সমান ও বিপরীত প্রতিক্রিয়া নেই
প্রিয় হৃদি, বিশ্বাস করো – সেখানে জীবন হতে বড় কোনো বিজ্ঞান নেই।

.
অকবিতা

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ১২-০৩-২০২১ | ১৬:২২ |

    অসাধারণ লিখেছেন । অপার মুগ্ধতা ও শুভকামনা রইলো।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১২-০৩-২০২১ | ১৭:৫৩ |

    বিজ্ঞান মাত্রই ভালো নয় …

    প্রিয় হৃদি, চলো আজ কিছু বিজ্ঞান শিখি

    বিশ্বাস করো – সেখানে জীবন হতে বড় কোনো বিজ্ঞান নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. ফকির আবদুল মালেক : ১২-০৩-২০২১ | ২০:৫৩ |

    কিছু বিজ্ঞান শিখলাম হে শিক্ষাগুরু।  

    শিরোনাম ভালো লাগে নাই। 

    হতে পারতো, জীবন বিজ্ঞান বা জীবনের বিজ্ঞান বা এই জাতীয় কিছু।  

    ধন্যবাদ আপনাকে চমৎকার কবিতাটি এখানে প্রকাশ করার জন্য।  

    আশা করি নিয়মিত আপনার কবিতা পড়তে পারব এই শব্দনীড়ে। 

    GD Star Rating
    loading...