মূলে যাবোনা, আমরা ঢাল ধরে ঝুলেঝুলে প্রতিবাদ জানাবো!

মূলে যাবোনা, আমরা ঢাল ধরে ঝুলেঝুলে প্রতিবাদ জানাবো!

রাজনীতি পঁচে গেছে, আইনের শাসন মরে গেছে বহু আগে, বিচারব্যবস্থা পরিণত হয়েছে কৌতুকে, সামাজিক নিরাপত্তা- সম্প্রীতি- পারিবারিক বন্ধন- নীতিনৈতিকতার স্থান দখল করেছে বিদ্বেষ। সামাজিক সংঘগুলো পরিণত হয়েছে ছদ্মবেশী রাজনৈতিক সংগঠনে আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করা হয়েছে, হচ্ছে।

কর্পোরেট প্রতিষ্ঠান বিশেষত মোবাইল ফোন কোম্পানিগুলো নব্বই দশকের মধ্যভাগ হতে নীতিশিক্ষার বারোটা বাজিয়েছে, প্রায় ওই সময় হতেই স্যাটেলাইট টিভি চ্যানেলের সিরিয়াল আর মুভি পারিবারিক বন্ধন শিথিল করেছে আর ভায়োলেন্স শিখিয়েছে, এর পাশাপাশি শিক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা ভয়াবহ- শুধু মাদ্রাসার শারিরীক নির্যাতন আর যৌন হেনস্থা ও নির্যাতন আমাদের চোখে পরে, কারণ, আমাদের মধ্যে একটা গোষ্ঠী আগে থেকেই মাদ্রাসা বিরোধী আর অন্য গোষ্ঠীটার কাছে মাদ্রাসা পবিত্র স্থান। অথচ মূলধারার স্কুল হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবস্থা আরো ভয়াবহ, প্রাচ্যের অক্সফোর্ডেও যৌন হেনস্থা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আধুনিক আর প্রগতিশীল হতে গিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি ও আচারকে ক্ষ্যাত বলে বর্জন করে হয়ে উঠেছি আইডেন্টিটি ক্রাইসিস আর হীনমন্যতায় ভোগা প্রজন্ম। এই প্রজন্মের কাছে দেশপ্রেমের মোড়কে আর মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেরি করা হয়েছে চরম বিদ্বেষ আর ফানুসিক স্বপ্নসম্ভার। এসব একদিনে হয়নি, বহুদিনের পরিকল্পনার ফসল আজকের এই উন্নাসিক বাংলাদেশ। এই দেশে মানুষ নেই, আছ কর্পোরেট প্রতিষ্ঠানের ভোক্তা। এই রাষ্ট্রে পলিসি মেকার আর রাজনীতিক নেই, আছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও কর্পোরেটদের প্রেসক্রিপশন বাস্তবায়নের দাস।

এক অস্থির সময়ের মধ্য দিয়ে সর্বগ্রাসী নৈরাজ্যের কাছে আত্মসমর্পণ করে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি চূড়ান্ত ধ্বংসের দিকে। এমন একটা সময় আমরা অতিক্রম করছি যেন এদেশে সন্তান জন্ম দেওয়া পাপ, কন্যা সন্তান জন্ম দেওয়া মহাপাপ।

ওভার এন্ড আউট

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৪-২০১৯ | ১৪:০৬ |

    'এক অস্থির সময়ের মধ্য দিয়ে সর্বগ্রাসী নৈরাজ্যের কাছে আত্মসমর্পণ করে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি চূড়ান্ত ধ্বংসের দিকে। ওভার এন্ড আউট।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১২-০৪-২০১৯ | ১৪:২৯ |

    আমাদের মধ্যে একটা গোষ্ঠী আগে থেকেই মাদ্রাসা বিরোধী আর অন্য গোষ্ঠীর কাছে মাদ্রাসা পবিত্র স্থান। মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা খুব একটা জানা যায় না। অন্ধত্ব এখানেই। Frown

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ১২-০৪-২০১৯ | ১৪:৪০ |

    এদেশে সন্তান জন্ম দেওয়া পাপ, কন্যা সন্তান জন্ম দেওয়া মহাপাপ। Frown

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১২-০৪-২০১৯ | ১৪:৫৩ |

    অন্যায়ের প্রতিবাদ হোক। বিচার হবে না। বিচারের জন্য কান্নাকাটি তো হবে। Frown 

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ১২-০৪-২০১৯ | ২২:১৫ |

    মূলে যাবোনা, আমরা ঢাল ধরে ঝুলেঝুলে প্রতিবাদ জানাবো এটা ঠিক আছে। Frown

    GD Star Rating
    loading...
  6. সুমন আহমেদ : ১২-০৪-২০১৯ | ২২:৩৪ |

    প্রতিবাদ এখন অচল পয়সা। পকেটে আছে কিন্তু মূল্য নাই।

    GD Star Rating
    loading...