অণুগল্প: দ্বিতীয় মৃত্যু

অতঃপর ভগবান মর্ত্যলোকের হিসাবে ৭৪ বছর পরে রবীন্দ্রনাথের একদিনের ছুটি মঞ্জুর করিলেন। রবীন্দ্রনাথ প্রথমবারের মত নিজের জন্মদিন উদযাপন দেখিতে ধরায় আগমন করিবার সুযোগ পাইলেন। ধরায় যাত্রার প্রাক্কালে চিত্রগুপ্ত একখানা তালিকা হাতে ধরাইয়া দিয়া কহিলেন, ‘কবি, এই তালিকার অনুষ্ঠানসমূহ কোনক্রমেই মিস করিওনা।’

নিজ জন্ম উৎসব উপভোগ করিবার জন্য কবিগুরু তালিকার এক নম্বর অনুষ্ঠান চ্যানেল আইয়ের রবি মেলায় উপস্থিত হইলেন। এতটা তিনি আশা করেন নাই। তাহার সম্পর্কে বিভিন্ন বক্তার বক্তব্য শুনিয়া নিজেকে অচেনা মনে হইতে শুরু করিল। নিজেকে নতুন করিয়া আবিষ্কার করিতে লাগিলেন। বিভিন্ন বক্তা তাহার এমনসব গুনের বিষয়ে আলোকপাত করিতেছিলেন যাহা তাহারও অজ্ঞাত, অজানা। শাইখ সিরাজ নামে এক পণ্ডিত বলিতে শুরু করিলেন, ‘রবীন্দ্রনাথ ছিলেন মানব উন্নয়ন কর্মী। তিনি মানব উন্নয়নে…।’ আর যাহাই হউক নিজেকে জমিদার হইতে একটানে এনজিও’র মাঠকর্মী বানাইয়া দেয়াটা রবীন্দ্রনাথ সহ্য করিতে পারিলেন না। তিনি প্রবল বেগে না-সূচক মাথা দোলাইতে লাগিলেন। কিন্তু তাহাতে বক্তার বক্তব্য থামিবে কেন!

বক্তাদের ব্যস্ততা আর কমে না। তবু বহু কষ্টে কবিগুরু বক্তাদের নিকটে যাইতে সক্ষম হইলেন। বক্তাদের বিভিন্ন বক্তব্যের বিষয়ে বিনয়ের সহিত প্রতিবাদ জানাইতেই তাহারা সমস্বরে চিতকারিয়া কবিগুরুকে জিজ্ঞাসা করিল, ‘আপনে রবীন্দ্রনাথকে আমাদের’ত্তে বেশী চিনেন? আমাদের’ত্তে বেশী জানেন?’ সৈয়দ হক নিরাপত্তা রক্ষীদের রবীন্দ্রনাথকে দেখাইয়া কহিলেন, ‘সুষ্টু মেলার স্বার্থে ও বাঙ্গালী চেতনা সমুন্নত রাখিবার জন্য এই বুড়ো মৌলবাদী জংগীটাকে এক্ষুনি গলা ধাক্কা দিয়া মেলা হইতে বাহির করিয়া দাও।’ কবিগুরু এমন পরিস্থিতির মুখোমুখি হইবার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বুকের বামপাশে তীব্র ব্যাথা অনুভব করিতে লাগিলেন। ব্যাথা তীব্র হইতে তীব্রতর হইয়া উঠিল।

রবীন্দ্র পূজারীরা জানিল না তাহাদের পূজার মন্ত্র সহ্য করিতে না পারিয়া রবীন্দ্রনাথ ১৫৪তম জন্মদিনে দ্বিতীয়বার মৃত্যু বরণ করিলেন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. খেয়ালী মন : ০৫-০৮-২০১৮ | ১২:৫২ |

    জটিল লেখা , দু-দুইবার পরিয়া যাহা বুঝিলাম, মৃত ব্যাক্তি পুরানো তাকে সামনে নতুন দুনিয়ায় না আনাই সম্মানের…..

    যুগ এখন   ডিজি    টাল  , কিন্তু এই ডিজি মালটা কোন দেশ থেকে আমদানী তাহা আমি জানি না তবে খাইলে টাল হয় তাহা বেশ বুঝিতে পারি…উদাহরন হিসাবে আজ ০৫/০৮/১৮ সরকার সকল প্রকার জি বন্ধ করিয়া দিয়াছে ।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৫-০৮-২০১৮ | ১৫:৪২ |

    অসাধারণ। Smile

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০৫-০৮-২০১৮ | ১৭:০৮ |

    দারুণ রূপক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৫-০৮-২০১৮ | ২২:২১ |

    * চমৎকার রূপক… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...