রবিঠাকুরের লেজ

দুটো গলি পেরোতেই দেখি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। উঠোনে সকালের রোদে রবিঠাকুর বসে আছেন। তার পাশে দাঁড়িয়ে আছেন সুকুমার রায়। রবি ঠাকুর হাতির দাঁতের চিরুনী দিয়ে লেজ প্রান্তের চুল আঁচড়াতে আঁচড়াতে বলছেন-
: কেনো যে এমন লেজ গঁজালো, ভেবেই পাচ্ছিনা।

সুকুমার রায় তার বেড়াল থেকে হয়ে যাওয়া রুমালে শুকনো কপাল মুছে বললেন-
: নোবেল পুরষ্কার পেলে লেজ না হয় শিং গজাবেই গজাবে, হু।
: বলো কি সুকুমার! তাই না কি!
: লেজ বা শিংই যদি না গঁজালো তবে নোবেল পেয়ে লাভ কি!
: তবে তো শিং গঁজানোই ভালো ছিলো হে…..

সুকুমার রায় পকেটে রুমালটা ঢুকিয়ে খুব গম্ভীর হয়ে বললেন-
: আপনি বিশ্বমানবতার কথা বলেন, আপনার কেনো শিং গজাবে! শিং গজাচ্ছে ইউনুসের। আপনার গঁজাবে মায়ামায়া লেজ।

রবিঠাকুর হাতির দাঁতের চিরুনী চোখের সামনে আনতেই দেখলেন লেজের অনেকগুলো চুল তাতে জড়িয়ে আছে। তিনি খুব হতাশ হয়ে বললেন-
: বুঝলে সুকুমার, প্রতিদিন লেজের চুল শ্যাম্পু করছি, কন্ডিশনার মাখছি। সেদিন জেন্টস পার্লারে গিয়ে লেজের চুলে হেয়ার ট্রিটমেন্ট করালাম। রাতে লেজের চুলে নন-স্টিকি কদুর তেল মাখছি— তারপরেও চুল ঝরে যাচ্ছে—
: হায়! হায়! কবিগুরু, আপনি লেজের চুলে কদুর তেল মাখেন!!! চুল তো ঝরবেই…

কবিগুরু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন-
: কদুর তেলে সমস্যা কি!
: বিশ্ব মানবতার কথা বলতে বলতে স্থান-কাল-পাত্র ভেদটাও ভুলেছেন! আনন্দ পুরস্কার পেলে কদুর তেল মাখতে হয়- দুটোই দেশি জিনিস। আর নোবেল পেলে লেজের চুলে মাখতে হয় আপেলের তেল।
: ধ্যাত! আপেলের আবার তেল হয় না কি!
: শেয়ালের তেল হয়, টিকটিকির তেল হয়, ষান্ডার তেল হয়, আর আপেলের তেল হবেনা!!
: আগে বলবে তো, কদুর তেল মেখে মেখে লেজে তো রীতিমত টাক পড়ে যাচ্ছে-
: জ্ঞানী লোকের টাক লেজেই তো পড়বে, মাথায় পড়বে না কি!

রবিঠাকুর হঠাৎ উদাস হয়ে গেলেন। হাতির দাঁতের চিরুনীতে আটকে থাকা লেজের চুলগুলো একটা একটা করে মাটিতে ফেলতে লাগলেন। আর ম্যাজিকের মত প্রতিটা চুল থেকেই এক একজন রবীন্দ্র বিশেষজ্ঞ বের হয়ে আসতে শুরু করলো। তারা ভয়ানক ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসছে আর চেঁচিয়ে বলছে- ‘রবিঠাকুরকে নিয়ে ফাজলামি, দেখাচ্ছি মজা।’

নিজের প্রাণ বাঁচাতে রবীন্দ্রনাথের লেজে পড়ে বললাম, ‘কবিগুরু, আমাকে বাঁচান।’ রবিঠাকুর লেজ সরিয়ে নিয়ে বিরক্তির সাথে ধমকে উঠলেন, ‘ধুরবাল…! আমি নিজের লেজের ঝরে পড়া চুল দিয়ে আঁটি বাধতে পারছিনা। প্রতিটা চুল ঝরতে না ঝরতেই এক একটা বিশাল রবীন্দ্র গবেষক ও রবীন্দ্রপ্রেমী হয়ে যাচ্ছে, আর আমি বাঁচাবো তোকে!!’

লেজোবর্জ্য রবীন্দ্র গবেষক এবং রবীন্দ্রপ্রেমীরা ততোধিক আক্রোশে আমাকে ঘিরে ধরতেই প্রাণপণে আবার বরিঠাকুরের লেজে পড়ে বললাম, ‘কবিগুরু, আমাকে বাঁচান, প্লিজ ওদের থামান।’
রবিঠাকুর অসহায় কণ্ঠে বললেন, ‘ওরে বোকাচোদা, ওরা কি আর আমার কথা শুনে!! ওরা এখন আমার থেকেও বড় রবীন্দ্রনাথ। এত কিছু জানিস এটা জানিস না…!!’

হট্টগোলের শব্দ শুরু হতেই আপেলের তেল আনবার বাহানা দিয়ে সুকুমার রায় সরে পড়েছেন। রবীন্দ্র বিশেষজ্ঞ আর প্রেমীরা আমার উপর ঝাপিয়ে পড়তেই ঘুম ভেঙে গেলো। ঘড়িতে দেখলাম রাত সাড়ে তিনটা বাজে—শেষ রাতের স্বপ্ন না কি সত্য হয়!! খুব ভয়ে ভয়ে আছি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৮ টি মন্তব্য (লেখকের ৯টি) | ৯ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৫-২০১৭ | ১১:১৯ |

    হায় রবিঠাকুরের লেজ !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

    GD Star Rating
    loading...
  2. আনু আনোয়ার : ০৮-০৫-২০১৭ | ১৪:৪৮ |

    কার লেজে যে পাড়া দিলেন!!

    GD Star Rating
    loading...
  3. ফেনা : ০৫-০৮-২০১৯ | ১৫:২১ |

    লেজের চুলের এত মহাত্ত!!! 

     

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০৫-০৮-২০১৯ | ২২:২৬ |

    দূর্দান্ত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  5. সাজিয়া আফরিন : ০৫-০৮-২০১৯ | ২৩:৩০ |

    Smile Smile

    GD Star Rating
    loading...
  6. ছন্দ হিন্দোল : ০৬-০৮-২০১৯ | ১৬:০৫ |

    অসাধরন,স্বপ্ন বলে কথা, তাই রক্ষা।

    GD Star Rating
    loading...
  7. আসিফ আহমেদ : ০৭-০৮-২০১৯ | ২০:৪৯ |

    সেই হয়েছে সাঈদ ভাই, আপনার কল্পনাশক্তি এবং সৃজনশীলতাতেই এমন লেখা সম্ভব। 

     https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    GD Star Rating
    loading...
  8. মাহমুদুর রহমান : ০৮-০৮-২০১৯ | ০:২০ |

    সুন্দর লেখা।পড়ে হৃষ্ট হলাম। 

    GD Star Rating
    loading...
  9. সাইদুর রহমান : ০৮-০৮-২০১৯ | ১০:৩৮ |

    দারুণ। শুভেচ্ছা নিবেন।

    GD Star Rating
    loading...