ড্রাকুলা

: মামুর বেটা, তুকে কে বুললো যে কাউন্ট ড্রাকুলা মইরেছে?

: ক্যান, শিনেমায় দেইখেছি, তুমি দাখ্যো নাই?

: শিনেমায় দেখালেই হলো না কি!

: শিনেমায় দেখালে হবেনা ক্যানে?

: মামুর বেটা, শিনেমায় দেখায় হিরোইন আসমান থেকে ঝপাক করে নেমে হিরোর সাথে কপাক কপাক ড্যানষ করে। তুর হেরোইন ঝপাক করে নেমে তুর সাথে কপাক কপাক ড্যানষ করেছিলো না কি?

: তুমি কি বুলছো কাউন্ট ড্রাকুলা মরে নাই?

: হুম, মরে নাই। জিন্দা আছে। গন্ডায় গন্ডায় ছিলে-পুলে নাতি- নাতনি লিয়ে এ দেসে ষুখের শংশার পেতেছে। ওর বংষ দিনে দিনে কত বড় হয়েছে, জানিশ!

: কি বুলছো তুমি! ডরে আমার বুক যে ধুকপুকাচ্ছে! ওরা আমাদের দেসে কি করে?

: কাউন্ট ড্রাকুলা পংগু হাশপাতালের শামনে একটা ব্লাড ব্যাঙ্ক দিয়েছে। ডাইরেক্ট রক্তের বিযনেশ করে। ওর তিনশো ত্রিশটা ছিলে-পুলে শংশদে শার্ভিশ দেয়। নাতি নাতনিরা পুলিস রেবে বিসাল বিসাল পদে চাকুরী করে। ব্যাবশা করে। রাজনীতি এদের ফ্যামিলী বিযনেশ।

: মামুর বেটা, তুমি কাকে লাড়তে কাকে লাড়ছো! আসল ড্রাকুলাদের ক্ষেপিয়ে তুলছো।

: ক্ষেপাবো ক্যানে! আমিতো তাদের পক্ষে এডভ্যাটাইস করছি। আমার সাথে টপাক টপাক কইরে শোলোগান দে- যায় যদি যাক প্রাণ, ড্রাকুলার গোষ্ঠী ভগবান।

: যায় যদি যাক প্রাণ, ড্রাকুলার গোষ্ঠী ভগবান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. দাউদুল ইসলাম : ১৪-০৭-২০১৮ | ১১:৫৮ |

    ভালো লাগল  গল্পটি,
    অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই স্যার ।শুভ সকাল
    প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৪-০৭-২০১৮ | ১১:৫৯ |

    দারুণ।

    GD Star Rating
    loading...
  3. ইলহাম : ১৪-০৭-২০১৮ | ১৪:০৮ |

     অসাধারণ!!!

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১৪-০৭-২০১৮ | ২১:৩৬ |

    দারুণ লেখা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...