তুচ্ছ

“প্রিয় ছোটমামা,
ফাগুন মাস আসতে আরো দুদিন বাকী। আমার মেসের পাশে মাঠ। সেই মাঠে এক ঝাকড়া বটগাছ। গাঢ় ভোরে কোকিল ডাকতে শুরু করেছে।

আজ সকালের নাশতায় পরোটা আর মাংসের ঝাল ঝোল হলে বেশ হত। কিন্তু কপালে আছে এক কাপ চা আর একটা দুই টাকা দামের বিস্কুট। শক্ত বিস্কুট চায়ে ডুবাতেই নরম, আহ্লাদে গদগদ।

শীতে ছুটির দুপুরে মা টমেটু-ধনেপাতা কুচি আর সরষা তেল দিয়ে গরম ভাত মাখিয়ে দিতেন। মাঝে মাঝে ঘি চিনি দিয়ে। মেসের টানাটানির জীবনে সরষা তেল আর ঘি চিনিরা হারিয়ে গেছে। বেকারের কপালে মায়ের দোয়া থাকে, সাধ্যের অক্ষমতায় আদর পালায়। মা আদরকে ধরার চেষ্টা করে যান। ফজরের ওয়াক্তে ঘুম ভেংগে গেলে আজও আব্বার কোরান পাঠের সুর শুনতে পাই। সেই কবে সকল পাঠের দায় চুকিয়ে আব্বা ঘুমিয়ে গেছেন। তবু তিনি এই মেসে ফজরের ওয়াক্তে আসেন। মা-বাবারা এতো ভালো হন কেন!

আজ বহুদূর যেতে হবে। বহুদূর। শেভ করতে হবে। তমা একটা শেভিং কিট দিয়েছিল। দামী ব্রান্ড। সম্পক ভেংগে গেছে, শেভিং কিট ভাংগে নাই। তমার ব্রান্ডটা জানার আগেই তাকে হারিয়ে ফেলেছি, হারিয়ে গেছে। খুব লক্ষী মেয়ে ছিল, মায়াবতী। আজ যাত্রার আগে লম্বা সময় ধরে গোছল করে নিবো।

কাল নতুন সকাল আসবে। চায়ে ভিজানো বিস্কুটের মত নরম, আহ্লাদী। কিন্তু আমি আজই যাবো। বহুদূরের পথ। অবশ্য তেমন তাড়া নেই। কাল গেলও হয়। কিন্তু যেতে যখন হবে, তারাতারি যাওয়াই ভালো।

-সজল হাওলাদার”

মডেল থানার ওসি ক্রসফায়ারে নিহত যুবকের পকেটে চিঠিটা পেয়েছেন। এটাকে দিব্যি সুসাইড নোট হিসাবে চালিয়ে দেয়া যায়। ছেলেটা দোষী কি নির্দোষ তা প্রমানের ঝক্কি নাই। কিন্তু তিনি বারবার চিঠিটা পড়ে গভীর কষ্টে নিমজ্জিত হচ্ছেন। বহুদিন পরে একটা আকূল কান্না দলা পাকিয়ে তার গলার কাছে এসে আটকে যাচ্ছে। অজ্ঞাত লাশের বিবর্ণ চেহারার দিকে তাকালেই ভেসে উঠছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিজের ছেলের অভিমানমিশ্রিত আত্নভোলা আদুরে মুখ।

এক একটা এমন ছন্নছাড়া দিনে ওসির ইউনিফর্মের ভিতরে সবকিছু তুচ্ছ করে জেগে উঠেন সার্বজনীন পিতা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২২ টি মন্তব্য (লেখকের ১১টি) | ১১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-০৪-২০১৭ | ৭:৪১ |

    বার কয়েক পড়লাম। চোখে জলও এলো। Frown
    অসাধারণ।

    GD Star Rating
    loading...
  2. দীলখুশ মিঞা : ১৮-০৪-২০১৭ | ২০:৪৭ |

    দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা গ্রহন করুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো।

    আচমকা একটা দমকা হওয়া বইল। আমার চোখের কোনে বৃষ্টির ফোটারা খেলা করে। কেউ একে কান্না বলে চালাতে চায়, আমি বলি এ যে আচমকা বর্ষণ।

    আপনার ভালো হোকhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. আনু আনোয়ার : ১৯-০৪-২০১৭ | ১০:১০ |

    গল্পটা সুন্দর।
    মন বিষণ্ণ করে দেয়া গল্প।

    GD Star Rating
    loading...
  4. সাজিয়া আফরিন : ০২-১০-২০১৯ | ১৪:১২ |

    অণুগল্পে আপনি জিনিয়াস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  5. সুমন আহমেদ : ০২-১০-২০১৯ | ১৪:৩৩ |

    এবং অসাধারণ অণুগল্প হরবোলা আবু সাঈদ ভাই। টেন আউট অফ টেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  6. রিয়া রিয়া : ০২-১০-২০১৯ | ২০:১৪ |

    পড়লাম। 

    GD Star Rating
    loading...
  7. সৌমিত্র চক্রবর্তী : ০২-১০-২০১৯ | ২০:১৫ |

    মুগ্ধ হলাম ভাই।

    GD Star Rating
    loading...
  8. আসিফ আহমেদ : ০২-১০-২০১৯ | ২২:৫৫ |

    আপনার লেখনী এবং কল্পনা শক্তি দেখে প্রতিদিনই অবাক হই সাঈদ ভাইhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  9. এইচ এম শরীফ : ০২-১০-২০১৯ | ২৩:৫১ |

    শেষের দিকটায় অহরহ অমানুষ হয়ে যাওয়া কিছু মানুষ রূপি পশুদের ভাবনায়ও জাগিয়ে তুলেছেন নির্যাতিত পৈত্রিক ভালোবাসার ছায়া। সুন্দর

    GD Star Rating
    loading...
  10. ছন্দ হিন্দোল : ০৩-১০-২০১৯ | ৭:৪১ |

    সুন্দর সাবলীল জীবন কথন লিখনীতে উজ্জল হয়ে  উঠেছে 

    GD Star Rating
    loading...
  11. নিতাই বাবু : ০৩-১০-২০১৯ | ১৭:১৪ |

    আমার জীবনের সাথে মেলে গিয়েছে। কিন্তু আমার আদরের ছেটা কোনও চিরকুট লিখে যায়নি। সামনে ছিল একটা মোবাইল ফোন। সেই ফোনে গান বাজতে ছিল, রামপ্রসাদি গান; 'আমার স্বাদ না মিঠিলো, আশা না ফুরিলো'।

    GD Star Rating
    loading...