পুরান ঢাকার ঘিঞ্জিপাড়া কাগজীটোলা। এক বাড়ীর লগে আরেক বাড়ির দেয়াল। আজিব ব্যাপার হইলো মোসলেম মিয়ার চাইরতলা বাড়ির পিছনে চাইর ফুট পুরা ফাকা। মাগার ছাদে রেলিং নাই। দুইদিনের টানা বৃষ্টিতে ছাদ পিছলা হয়া আছে।
মোসলেম মিঞার মেজো পোলা তোফাজ্জল। দুপুরে বেহুদাকামে ছাদে উঠছিলো। পা পিছলায়া ছাদের পিছনে পইরা গেছে। মাথায় যখম পাইছে। ঢাকা মেডিক্যালে ভর্তি করাইছে।
সন্ধ্যার থেকা বৃষ্টির বেগ বাড়তাছে। তোফাজ্জল ডেড। ময়নাতদন্ত শেষে এম্বুলেন্স সাইরেন বাজাইতে বাজাইতে লাশ লিয়া মহল্লায় ফিরতাছে।
কাগজীটোলার তিন’শ গজ দূরে শিংটোলার মান্নান হাজীর বাড়িতে মৌ মৌ কাচ্চির ঘ্রাণ। হাই ভলিউমে ঝামাকঝাল্লো হিন্দী গান বাজতাছে। ছোট মাইয়া রোজীর গায়ে হলুদ। ইচিকদানা বিচিকদানা গানের রিমিক্স ভেদ কইরা এম্বুলেন্সের প্যাপুউউউ..প্যাপুউউউউ সাইরেন রোজীর কানে ঢুইকা বাজতে চাইতাছে, মাগার পারতাছেনা। এদিকে বেহুদা বেহুদা বৃষ্টির বেগ বাড়তাছে।
loading...
loading...
যেন জীবন থেকে কোন সত্য গল্পের সারসংক্ষেপ। চিত্রপট কিন্তু অচেনা নয়।
loading...
শুভ সন্ধ্যা। প্রথমে আমার পক্ষ থেকে নিন একটা লাল গোলাপ।
আপনাদের পুরান ঢাকা চিত্র শব্দের পিঞ্জিরায় আটকাইয়া দিলেন। এই দীলখুশ মিঞায় দিলখানায় বড় কষ্ট দিলেনরে ভাই। তবে আপনার বলার ঢংটাকে মেয়ে মানুষের প্রথম পিরিয়ডের মত আচমকা ব্যাথার আনন্দের মত বলা যেতে পারে।
শুধু শুধু শব্দনীড়ের মত স্থবির ব্লগে পোষ্ট দেন, তারচেয়ে লেখা লেখে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েন, সাগরের বিশালতার সাথে মিশে যাবে।
শুভ হোক সকলের
loading...
পুরান ঢাহার কথা হাছা কইছেন , এমতিই হইতাছে হগল টাইমে! কেও কইরা যায় আবার কেও বিয়া করে আবার কেও জম্মায়! কি আজব দুনিয়ারে ভাই!
loading...
পুরাতন ঢাকার এক বাস্তব চিত্র। তবে আরেকটু টেনে নিলে বেশ ভাল একটা গল্প হতে পারত।
আপনার জন্য শুভেচ্ছা
loading...
অণুগল্পে আপনার হাত অসাধারণ। মুগ্ধ হয়ে পড়ি আবু সাঈদ ভাই।
loading...
সুন্দর হরবোলা আবু সাঈদ ভাই।
loading...
সাঈদ ভাই,
আপনি বরাবরই ভিন্ন ধরনের লেখেন, ভিন্ন স্বাদের। বিষাদের বর্ণনা দিলেন, রম্য ধাঁচে।
অসাধারণ সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গি।
loading...
loading...
চমৎকার লাগলো
loading...
loading...