যেন তোমার ঠোঁটের কিনারে
জোৎসনাঝরা তারার মতো
জ্বলে উঠে মুক্তোর মত দন্তযুগল।
বিষন্নতা বেমালুম বেমানান
নিজেকে লুকিয়ে কান্না করে
অন্যর সামনে সুখ বিলাসিতা,
তোমার অসম্ভব গুণাবলি
চাঁদবদনটাকে রুপময় করে।
বালিকার রুপলাবণ্যতাকে বর্ণনা
বেমালুম বেমানান,
এ যেন প্রকৃতি প্রদত্ত
হালকা গড়নে দেহখানি
ছিপছিপে নরম কোমল হস্থযুগল
লাউয়ের ডগার মত-
বালিকার

