অনেক হয়েছে দাঙ্গা ফেসাৎ এখন আর নয়’
দেশের কল্যাণে প্রত্যেকে করি জীবনের জয়
সময় থাকতে করব কল্যাণ দেশ মাতৃকার
মানব সেবায় নাম লিখাব দীর্ঘ পথ চলার।
চারদিকে হানাহানি ধর্ষণ আর খুনের সংবাদ
সভ্য এই মানব সমাজে কেন হবে হীন কাজ
প্রত্যেকে মোরা পড়ের তরে বিলিয়ে দিব প্রাণ
অসহায় মানুষের হাতে তুলে দিব কিছু ত্রাণ।
সততা সহমর্মিতা দ্বারা গড়ে তুলি নতুন দিগন্ত
যার আলোয় আলোকিত হবে গোটা বিশ্ব ব্রক্ষ্মান্ড
নতুন কোন দীক্ষা নিব ধরা মানব সন্ধানে
আসুন শপথ করি দেশ ও দশের কল্যাণে।
রুখব দুর্নীতির হাত গড়ব এক সভ্য সমাজ
দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সকলে চলব ঐক্যস্বরে
সবার সুখ থাকবে ঘিরে এতিম অনাথ শিশুতে
নারীর সম্মান অটুট হবে নির্ভয়ে পথ চলবে।
এই বিশ্বমন্ডলে করে নানা জাতি মানব বাস
প্রত্যেকে চলব মিলে মিশে থাকবে সৌহার্দ ভাব
তবে কেন অসহায় বাস্তুহারা উদ্বাস্তু বৃহৎ জাতি
যাদের রক্তে রঞ্জিত বিশ্ব মনুষ্যহীন অন্ধ সূচি।
loading...
loading...
'রুখব দুর্নীতির হাত গড়ব এক সভ্য সমাজ
দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সকলে চলব ঐক্যস্বরে
সবার সুখ থাকবে ঘিরে এতিম অনাথ শিশুতে
নারীর সম্মান অটুট হবে নির্ভয়ে পথ চলবে।'
loading...
জনাব আসসালামু আলাইকুম। আপনি বেড়াতে এলেন না তেঁতুলিয়ায়। কবে আসবেন জানালে খুশি হব। ভাল থাকবেন।
loading...
চমৎকার আহ্বান। ভালো লাগলো
loading...