সাত ইউনিয়ন সীমানা ছয় নদী ধারে
বাংলাবান্ধা শেষ তিরনই নদীর পাড়ে
তিরনইহাট সীমানা ধরি নদীর দক্ষিণে
তেঁতুলিয়া শুরু রণচন্ডি নদীর কিনারে।
শালবাহান সীমানা বেরং নদী ঘেঁষে
বুড়াবুড়ীর শুরু ডাহুক নদীর শেষে
ভজনপুর শেষ নদী করতোয়া বেশ
দেবনগড় শুরু তেঁতুলিয়া থানা শেষ।
পিকনিক কর্ণার ডাকবাংলো ধরে
মহানন্দার ধারে পর্যটক মন নড়ে
তিন-তেঁতুলগাছ বাঁধা ঐতিহ্য রেশ
তেঁতুলিয়া বন্দর শিবমন্দির বেশ।
শালবাহান হাট বড় দুুই দিন বসে
রওশনপুর আনন্দধারা পর্যটক চুষে
গ্রাম-বাংলার মিঠোপথ সবুজে ঘেরা
বাংলাবান্ধা স্থলবন্দর বানিজ্যে সেরা।
সমতলে চা বাগান নুঁড়ি পাথর খনি
শ্রমিক পাথর তুলে মহানন্দার মনি
ভারত সৈনিক গুলি ছুঁড়ে প্রাণে ভয়
নদীতে জীবন বাজি শ্রমিকের জয়।
ভারত-বাংলা খন্ড মহানন্দা নদী রেস
তিনদিক কাটা তার ঘেরা দ্বিপের দেশ
সড়ক ঘেঁষে চা বাগান নয়নে বিদেশ
নদী-সবুজে ঘেরা ভৌগোলিক পরিবেশ।
-০-
০৭/০৯/১৭ খ্রি. (রাত-বিসিই-তে)
loading...
loading...
পদ্য ছন্দে তেঁতুলিয়া’র ভৌগলিক অবস্থান যেন একটু বেশীই পরিচিত করিয়ে দিলো।
অভিনন্দন প্রিয় বাসেত ভাই। শুভ সকাল।
loading...