প্রাচীন কালে আরাকান মায়ানমারে অবস্থান
রোহিঙ্গা মুসলিম নিধনে বুদ্ধিস্টের শ্লোগান
হেলিকপ্টারে ফেলে বোমা নিষ্ঠুর নির্যাতন
ঘরবাড়ি জ্বালিয়ে দিলো ক্ষ্যান্ত হয়নি মন।
নারী শিশু বাস্তুহারা নির্যাতনের বিভীষিকা
মায়ানমার আকাশে রোহিঙ্গা লাশের ধোঁয়া
বাঁচাও বাঁচাও নারী শিশুর করুণ চিৎকার
বিজেপি সেনার মন গলেনা করছে উল্লাস।
নাফ নদী দেয় পাড়ি একটু ঠাঁই পাই যদি
ভাসমান নৌকা ভর্তি রহিঙ্গাদের করে গুলি
জলে আছরে পড়ে শিশুর জীবন হয় বলি
গুলিতে প্রাণ গেলো নদীতে ভাসছে লাশ।
বাস্তুহারা রহিঙ্গাদের বনে জলে নাই ঠাঁই
জাতিসংঘ মানবাধিকার দেখেও দেখে না!
নির্যাতনের নির্লজ্জ হাসি সিঙ্গাপুরে অংসাং সুচি
শান্তিতে নোবেল জয়ী হিংসায় এ মানস পরি।
নানা দেশের প্রতিবাদ রহিঙ্গা নির্যাতন বন্ধ হোক
স্ট্রিম রুলারের ন্যায় বিজেপি বাড়লো ক্ষোভ
রাতদিনে ফিরায়ে দিলো নদীতে ভাসে রহিঙ্গা
চীনের সীমান্ত খুলে দেয়ায় কিছুটা ঠাঁই হলো।
নারীর ওপর বিজেপি সেনার শারীরিক নির্যাতন
পুরুষের গলা কাটে অবাধে চলে রহিঙ্গা নির্ধন
যুগযুগ চলা রহিঙ্গা নির্যাতনের নাই কোন রহম
বিধাতা কবুল করো রহিঙ্গা মায়ের আর্তনাদ।
-০
২১ ফেব্রুয়ারী-২০১৭ খ্রি. অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত “লাল সবুজের পতাকা হাতে যোদ্ধা ফিরে ঘরে” আমার লিখা কাব্য বই থেকে।
loading...
loading...
শিরোনাম ঠিক করে দিন প্রিয় কবি
আর্তনাথ- আর্তনাদ
loading...
ধন্যবাদ ভাই ভুল ধরায়ে দেবার জন্য। ভাল থাকবেন।
loading...
মানবতার এই এক চরম অবনতি। মানবিক অপরাধ চলছে সমগ্র আরাকান জুড়ে।
বিভিন্ন ঘটনা এবং ঘটনা প্রবাহের চিত্র আমাদের ব্যথিত করে তুলে।
আপনার এই লিখায় কিছু বানান দেখলাম, সচরাচর আমরা ব্যবহার করিনা।
ভালো থাকবেন প্রিয় বাসেত ভাই। অগ্রীম ঈদ মোবারক।
loading...
ভাই আসসালামু আলাইকুম। আপনি আমার ভুলগুলো ধরে দিবেন। আমার চরম ব্যর্থতা ও উদাসীনতা আছে বানানের ব্যাপারে। তাই আপনি ভুল ধরায়ে দিলে তা ভবিষ্যতের জন্য সঠিক। আশা করি আমাকে এবিষয়ে সহযোগিতা করবেন। ভাল থাকবেন।
loading...
সহযোগিতার হাত বাড়ানো থাকবে বাসেত ভাই।
loading...