প্রকৃতির বিরুপ প্রভাব পৃথিবী জুড়ে
বর্ষা ঋতুর খরা মাঠে ফসল পুড়ে।
কৃষক চিন্তিত মাঠে বীজতলা নিয়ে
আমন চাষীর নীড়ে বৃষ্টি নাই জিয়ে।
আবাহওয়ার বদলে দূর্যোগ ঋতু ভরে
প্রকৃতির নীলা-খেলা সব প্রভুর ঘরে।
কোন খানে খরা কোথাও জলে ভাসে
ত্রাণের জন্য বান ভাসিরা ছুটে আসে।
আইলা-সিডর দূর্যোগ দু’দশকে মিলে
জলবায়ুর বিরুপ চাপ যুদ্ধ বিগ্রহ খিলে।
হিরোশিমার বিস্ফোরন বিশ্ব যুদ্ধের রেস
শক্তিধর দেশে পরমানবিক সমর বেশ।
নদীর উজানে বাঁধ প্রকৃতির মরন ফাঁদ
পাহাড়-পর্বত কাটা পড়ে ভারসাম্য কাঁধ।
বন জংগল বিলীন প্রকৃতির উপর চাপ
বন্য-প্রাণি পরিবেশ রক্ষায় বিশ্বের হাক।
সাগর তলাদেশে পলিথিনে উচ্চতা বাড়ে
প্রকৃতি বিরুপ চাপ দেয় জলবায়ুর ঘারে।
জলবায়ু সম্মেলন দেশ নেতাদের ভিড়
যুদ্ধ-বিগ্রহ ছাড় ধরা হোক শান্তির নীড়।
রদ-বদলের প্রভাব জুড়ে ষড়ঋতুর দেশ
সতেজ সবুজ ভরে উঠুক বাংলার বেশ।
শপথ নিব রক্ষা করি ভূবনে ভার-সাম্য
প্রকৃতি ভাল হোক সৃষ্ট জীবের কাম্য।
-০-১৮-৭-২০১৭
(সকালে কম্পিউটার প্রতিষ্ঠানে)
loading...
loading...
প্রায় সন্ধ্যা রাতে পিসি থেকে উঠবার সময় আপনার লিখার সাথে দেখা হয়ে যায়। ভালো লিখছেন পদ্য সমূহ। তবে লিখায় দম ফেলার সুযোগ কম। লম্বা শ্বাস ধরে রাখতে হয়।
পারলে আগামীতে পদ্য লিখাকে প্যারা অথবা খণ্ডাংশ করে দেবেন। ভালো লাগবে।
loading...
আপনাকে ধন্যবাদ। আগামীতে আপনার সুপরামর্শ কাজে লাগাব ইনশাল্লাহ। ভাল থাকবেন।
loading...