দু’নয়ন জুড়ে ঘুম নাই চিন্তা ক্ষনে
চৌকিতে শুয়ে ভাবনা মুক্ত মনে।
বাদলের দিনে ঘন-ঘন মেঘ ডাকে
ঠাঁই নাই তিল ধারণ গগন ফাঁকে।
দিন-ক্ষন যায় প্রাণে থাকে ভার
সম্বলহীন হাত বুদ্ধি খায় মার।
স্বল্প হাতে সঞ্চয় যদি কাজ হয়
পথে চলার মনোবল প্রাণের খয়।
অস্থির প্রাণে স্বপ্ন ধরা গগণ জুড়ে
ইচ্ছে ডানা মেলে উড়ি ধরা ঘুরে।
ধাক্কায় স্বপ্ন সিঁড়ি চুড়মার প্রাণে শেষ
হাতে শুধু সম্বল পড়া-লেখাই ক্যাশ।
সৃষ্টির নীলা খেলা মানব জগৎ ভরে
গরীব ঘরের মেধা অকালেই ঝড়ে।
যত দিন জেগেছি নীরব নিশি ঘরে
শৈশব স্মৃতি রাশি শুধুই মনে পড়ে।
আরামে বিছানা রাতে শীতল প্রাণ
স্মৃতিগাঁথা প্রাণ কষ্টের মাঝে ম্লান।
বাস্তবে মিলেনি তা অর্থ কড়ির তরে
যত স্বপ্ন দেখি ভবে চোখ বন্ধ ঘরে।
-০-
১৫-৭-১৭
(সকালে কম্পিউটার প্রতিষ্ঠানে)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার মুক্ত হাতের পদ্য পড়তে ভালোই লাগে বাসেত ভাই। শুভরাত্রি।
loading...
আপনার কাছে কৃতজ্ঞ দাদা। ভাল থাকবেন।
আমাকে সাহিত্যের দিক নির্দেশনা দিবেন এই কামনা করি।
loading...
নিয়মিত থাকবেন এটাই প্রত্যাশা।
loading...
বানান বিভ্রাট আছে। ঠিক করে নিলে ভাল দেখাবে।
loading...