প্রতিশ্রুতি

চলার পথে সামাজ রক্ষায় দেই যত প্রতিশ্রুতি
মোড়ল মুখে যতসব শুনি জনসেবার খাস বুলি
যাদের কথা ফাঁকি-বাজি তাতেই চলে কলকাঠি
লোক সমাজে চলতে সত্য-মিথ্যার প্রতিশ্রুতি।
প্রতিশ্রুতি ঠিকঠাক সুযোগ খুজেন আছে ফাঁক
জনতার কাছে ছলÑচাতুরি যতদিন টিকা যাক
ক্ষমতা থাকে যতক্ষন জনসেবা করে ঢেড় গুণ
কর্মের চেয়ে বেশি বকন প্রতিশ্রুতি তাতে খুন।
সম্প্রতি সমাজের রীতি মোড়লের কত প্রতিশ্রুতি
দিন-রাত খুঁজেন তিনি ক্ষমতার সাদাসিধে যুক্তি
ভোটটা দিবেন সাহস রাখেন করে গেলাম চুক্তি
যতটুকু জনসেবা দিলাম সমাজের দায় রাখি।
বিশ সতেরো সকালে স্বাধীনতা প্রভাত ফেরি
পাঁচ-ছয় গুণ পুস্তক দিয়ো মেটাব সব কার্তি
ফূর্তি করে ব্যাগে ভরি অপেক্ষা শুধু অনুমতি
সারাদিন ফুরাল কী কষ্টে হৃদয় হলো মূর্তি।
মোড়লের আজব কারবার মন যোগাবে জনতার
উল্টাপাল্টা বারং বার ব্যক্তিকে দেই প্রতিশ্রুতি
মোড়লের যত ধ্যান-ধর্ম জনসেবায় মহৎ কর্ম
প্রতিশ্রুতি রাখবে মোড়ল জনতার মান অনন্ত।
নিত্য দেই প্রতিশ্রুতি আমরা ক’জন পালন করি
আসুন আজ পণ করি ভাবনা চিন্তার প্রতিশ্রুতি।
২৬-০৩-২০১৭
রাত ১১.২৩

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. আনু আনোয়ার : ১৮-০৭-২০১৭ | ২৩:৩৭ |

    পদ্যটি পড়লাম।
    ধন্যবাদ জানাই।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৯-০৭-২০১৭ | ৭:০৪ |

    এভাবেই চলে। সঠিক বাস্তবতাকে তুলে এনেছেন প্রিয় বাসেত ভাই।
    শুভ সকাল। Smile

    GD Star Rating
    loading...
  3. দীপঙ্কর বেরা : ১৯-০৭-২০১৭ | ৮:২৯ |

    দারুণ

    GD Star Rating
    loading...
  4. আনিসুর রহমান : ১৯-০৭-২০১৭ | ১০:২৫ |

    সুন্দর !

    GD Star Rating
    loading...