চলার পথে সামাজ রক্ষায় দেই যত প্রতিশ্রুতি
মোড়ল মুখে যতসব শুনি জনসেবার খাস বুলি
যাদের কথা ফাঁকি-বাজি তাতেই চলে কলকাঠি
লোক সমাজে চলতে সত্য-মিথ্যার প্রতিশ্রুতি।
প্রতিশ্রুতি ঠিকঠাক সুযোগ খুজেন আছে ফাঁক
জনতার কাছে ছলÑচাতুরি যতদিন টিকা যাক
ক্ষমতা থাকে যতক্ষন জনসেবা করে ঢেড় গুণ
কর্মের চেয়ে বেশি বকন প্রতিশ্রুতি তাতে খুন।
সম্প্রতি সমাজের রীতি মোড়লের কত প্রতিশ্রুতি
দিন-রাত খুঁজেন তিনি ক্ষমতার সাদাসিধে যুক্তি
ভোটটা দিবেন সাহস রাখেন করে গেলাম চুক্তি
যতটুকু জনসেবা দিলাম সমাজের দায় রাখি।
বিশ সতেরো সকালে স্বাধীনতা প্রভাত ফেরি
পাঁচ-ছয় গুণ পুস্তক দিয়ো মেটাব সব কার্তি
ফূর্তি করে ব্যাগে ভরি অপেক্ষা শুধু অনুমতি
সারাদিন ফুরাল কী কষ্টে হৃদয় হলো মূর্তি।
মোড়লের আজব কারবার মন যোগাবে জনতার
উল্টাপাল্টা বারং বার ব্যক্তিকে দেই প্রতিশ্রুতি
মোড়লের যত ধ্যান-ধর্ম জনসেবায় মহৎ কর্ম
প্রতিশ্রুতি রাখবে মোড়ল জনতার মান অনন্ত।
নিত্য দেই প্রতিশ্রুতি আমরা ক’জন পালন করি
আসুন আজ পণ করি ভাবনা চিন্তার প্রতিশ্রুতি।
২৬-০৩-২০১৭
রাত ১১.২৩
loading...
loading...
পদ্যটি পড়লাম।
ধন্যবাদ জানাই।
loading...
এভাবেই চলে। সঠিক বাস্তবতাকে তুলে এনেছেন প্রিয় বাসেত ভাই।
শুভ সকাল।
loading...
দারুণ
loading...
সুন্দর !
loading...