বসন্তে কোকিলের কহুতান মধ্যরাত ধরে
পাখি ডাকে মন খুলে আযান শুনি কানে।
মধুর সুরে পাখির গান আম বনের থানে
শালিক-ঝেচু সব নাচে কোকিলের তালে।
পাখিদের ডাকে ঘুম ভাঙ্গে প্রত্যেহ ভোরে
প্রত্যুষে প্রার্থনা করি পাখিদের ডাক শুনে।
সতেরো সালের শেষ ফাল্গুনে অফুরন্ত গান
কতদিন শোনা যায়নি কোকিলের কহুতান।
ফাল্গুন-চৈত্রে ঠান্ডার চাপ প্রকৃতির কোলে
ষড় ঋতুর বায়ু বদল সাথে রোগের ঢল।
বিলীন যত বন-জংগল প্রাণির পলায়ন
আম বাগানে নিত্য শুনি পাখির কোলাহল।
ফাল্গুনের শেষ বিকালে গায়ে শীতের আমেজ
হিমালয় কন্যা পঞ্চগড় নাতিশীতোষ্ণের দেশ।
কোকিলের কহুতানে ঘুঘু ডাকে টুনটুনি নাচে
অচেনা সব পাখির ডাক ভোরের প্রভা ফুটে।
পাখির মধু ডাক ফুরালে সবাই কর্মে ছুটে
প্রত্যুষে মোর ঘুম ভাংগে পাখির কোলাহলে।
ঘর থেকে বাহির হই পাখিদের গান শোনে
পাখি ডাকা ভোরে উঠি দিনে মজা মিলে।
-০-
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পাখি ডাকা ভোরে শুভ দিনের শুভেচ্ছা জানালাম মি. এম এ বাসেত।
আশা করবো ভালো আছেন।
loading...
loading...