ফাল্গনের তাপদাহ মাঠ ঘাট পুড়ে
পশ্চিমের হাওয়া ধুলোবালি জুড়ে।
বসন্তের শোভা মিলে শিমুল ফুলে
কোকিল ঘুম ভাঙ্গে মধ্যরাত মুলে।
রাস্তার ধুলো-বালি বাতাসে উড়ে
নীরবে মশামাছি ঘ্যানভ্যান সুরে।
প্রকৃতির বুকে শুষ্কতা খাঁখা করে
বৈশাখীর তান্ডবে মশামাছি মরে।
রবি শষ্যের তরে জমি করে চাষ
ফাল্গুন-চৈত্র মাসে তাপে মরে ঘাস।
ঋতু বদলে ঘরে-ঘরে অসুখের চাপ
ঋণ মহাজনে পড়ে কৃষাকের থাপ।
সরিষা ফুল ক্ষেতে মৌমাছি ঝাঁক
আম-লিচু মুকুলে ডালে-ডালে সাঁজ।
ঝড়-তুফান বাড়বে ঘর-বেড়া বাঁধ
কাল বৈশাখি রুখবে জনমনে সাধ।
তীব্র খর তাপদাহে মাঠ-ঘাস পুড়ে
স্বস্তির বৃষ্টিতে সবুজ প্রকৃতি জুড়ে।
হঠাৎ কালো মেঘ ঝড়ের বেশ
রাতভর বৃষ্টি ধুলো বালি শেষ।
অঝোরে বৃষ্টি নামে ঠান্ডার ভাব
ফাল্গুনের তাপদাহ নিশিতে কাধ।
দিবসে আলসে ভাব কর্মের চাপ
ঋতু রাজ বসন্তে শুষ্কতার তাপ।
-০-
১১.৩.২০১৭
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ফাল্গুনে শুরু হয় গুনগুনানী,
ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি,
এক ঝাঁক পাখি এসে ঐকতানে
গান গায় এক সাথে ভোর বিহানে,
আযানের সুর মেশে নীল আকাশে
শির শির করে ঘাস হিম বাতাসে,
আচানক দুনিয়াটা আজব লাগে
আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে
[ফররুখ]
loading...
আপনি বসন্তের বিরূপ আবহাওয়ার কথাও বলেছেন। সাধারনত তা কেউ তুলে না। সবাই এর রূপ নিয়েই মুগ্ধ থাকে। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
loading...
ঋতু রাজ বসন্তের কবিতায় শুভেচ্ছা প্রিয় মি. এম এ বাসেত।
loading...