পাপের দাহে আজকে খরা হৃদয় জমি
মশগুল এ দিল এই দুনিয়ার ক্ষণিক মোহে
মাটির আদম কেমনে বাঁচি নরক থেকে
না দাও যদি ধুইয়ে তোমার অনুগ্রহে?
স্রষ্টা তুমি দৃষ্টি জুড়ে সৃষ্টি সবি
তাইতো প্রভু চাইছি তোমার অনুগ্রহ
এই দুনিয়ার ফেতনা থেকে বাঁচাও মোরে
তুমি ছাড়া নেই তো প্রভু অন্য কেহ।
আমি পাপী পাপের বোঝায় নুইয়ে গেছি
ঝরে না আর অনুতাপের অশ্রু বারি
কালের স্রোতে পাহাড় সম পাপের বোঝা
তোমার কাছে চাই যে ক্ষমা আজকে তার-ই।
তোমার দেয়া নাজনেয়ামত ভুগছি তবু
শোকর আদায় সেই দানের-ই হয়নি কভু
ওগো মালিক রহম কর এই নাদানে
স্ব-মহিমায় নাযাত দিও বিচার দিনে;
না পাই যেন নরক জীবন তোমার দ্রোহে;
বাঁচাও প্রভু আমায় আপন অনুগ্রহে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ফরিয়াদ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ওগো মালিক রহম কর এই নাদানে
স্ব-মহিমায় নাযাত দিও বিচার দিনে;
না পাই যেন নরক জীবন তোমার দ্রোহে;
বাঁচাও প্রভু আমায় আপন অনুগ্রহে। ___ আমীন।
loading...