মোছাব্বিরুল হক-এর ব্লগ

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মূহুর্ত পর্যন্ত।

ফরিয়াদ
ফরিয়াদ
পাপের দাহে আজকে খরা হৃদয় জমি
মশগুল এ দিল এই দুনিয়ার ক্ষণিক মোহে
মাটির আদম কেমনে বাঁচি নরক থেকে
না দাও যদি ধুইয়ে তোমার অনুগ্রহে? স্রষ্টা তুমি দৃষ্টি জুড়ে সৃষ্টি সবি
তাইতো প্রভু চাইছি তোমার অনুগ্রহ
এই দুনিয়ার ফেতনা থেকে বাঁচাও মোরে
তুমি ছাড়া নেই তো প্রভু পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৬ বার দেখা | ৯১ শব্দ ১টি ছবি
চুপ!
চুপ!
চোখ মেলে দেখি কান পেতে শুনি
ঠোঁট চেপে বলি চুপ!
হেরে স্বাধীনতা চাপা পরে কথা
মন জুড়ে জমে ক্ষোভ।
মন বলে বলি ফের কথা গিলি
পথ ছেড়ে খুঁজি পথ,
আবডালে যতো থাক ঘৃণা শত
লোক দেখে শুধু মত।
মনে শত পাপ রোজ করি মাপ
সাধু বেশে দেই ধূপ,
মন বলে পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮৯ বার দেখা | ৯৪ শব্দ ১টি ছবি
হেরার আলো
হেরার আলো
রাত হল ভোর আলোর লগন
গগনেতে হাসে রবি,
সূর্য উদয়ে দূর হলো যতো
মিথ্যারা ছিল সবি।
দিকে দিকে সব ছড়ালো যখন
নতুন দিনের আলো,
নিমেষে হারাল পাপের বসতি
নিকষ আঁধার কালো।
হৃদয়ে হৃদয়ে ছড়িল সুবাস
বাঁজিয়ে মধুর সুর
জগতের সুখ সত্য উদয়ে
মিথ্যারা হলো পড়ুন
কবিতা | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪২৮ বার দেখা | ৫৩ শব্দ ১টি ছবি