চোখ মেলে দেখি কান পেতে শুনি
ঠোঁট চেপে বলি চুপ!
হেরে স্বাধীনতা চাপা পরে কথা
মন জুড়ে জমে ক্ষোভ।
মন বলে বলি ফের কথা গিলি
পথ ছেড়ে খুঁজি পথ,
আবডালে যতো থাক ঘৃণা শত
লোক দেখে শুধু মত।
মনে শত পাপ রোজ করি মাপ
সাধু বেশে দেই ধূপ,
মন বলে
কবিতা|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৮৯ বার দেখা
| ৯৪ শব্দ ১টি ছবি
রাত হল ভোর আলোর লগন
গগনেতে হাসে রবি,
সূর্য উদয়ে দূর হলো যতো
মিথ্যারা ছিল সবি।
দিকে দিকে সব ছড়ালো যখন
নতুন দিনের আলো,
নিমেষে হারাল পাপের বসতি
নিকষ আঁধার কালো।
হৃদয়ে হৃদয়ে ছড়িল সুবাস
বাঁজিয়ে মধুর সুর
জগতের সুখ সত্য উদয়ে
মিথ্যারা হলো
কবিতা|
৫ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪২৮ বার দেখা
| ৫৩ শব্দ ১টি ছবি