কবিতাঃ আজকাল চুপচাপ শুধু দেখেই যায়…………

আজকাল ডাস্টবিনগুলি চুপচাপ শুধু দেখেই যায়-
প্রতিনিয়ত বাড়ছে সেখানে অপাংক্তদের চাপ,
যেখানে থাকার কথা উচ্ছিষ্ট আর ময়লা পঁচা গন্ধ
সেখানে পরে থাকে এখন সদ্য নাড়ীকাটা নবজাতক
লাল টুকটুকে রক্তের দাগে ভেসে যায় বিষন্ন মানবতা।
.
.
আজকাল আস্তাকুঁড়গুলি নিঃশব্দে শুধু দেখেই যায়-
নিজের বিষাক্ত বীর্য্যের প্রতি যুক্তিহীন ঘৃণায়, কিংবা
ক্রোধোন্মত্ত তামাশায় জন্মের পরেই ছুড়ে ফেলে দেয়া
সদ্য ভুমিষ্ঠ অবুঝ শিশুটি আজ কত অসহায়!
.
.
আজকাল ভাগাড়েগুলি নিঃস্তব্ধ হয়ে শুধু দেখেই যায়-
পাপিষ্ঠ দেহের ক্রমাগত অনৈতিক জৈবিক চাহিদা শেষে
ব্যালকনি কিংবা জানালার গ্রীলের ফাঁকফোকড়ে মাঝে
মানবতার গলায় পা দিয়ে অসীম শক্তিতে বলীয়ান হয়ে
ছুড়ে ফেলে দেয় অপ্রয়োজনীয় জীবন্ত মাংশপিন্ড।
.
.
রাস্তায় কিংবা ফুটপাতে সারমেয়রা অপেক্ষায় বসে দেখে-
আজকালের ডিজিটাল ভালোবাসার ক্লেদাক্ত পরিনতি,
না দেখা অগুনিত অতৃপ্ত কামনার সব এইচ ডি মুভি ক্লীপের
নিষ্ঠুর পরিসমাপ্তি হয় সদ্য জন্মানো মানবশিশুর
প্যাকেটে ভরে রাস্তায় ফেলে অগোচরে পালিয়ে যাওয়ায়।
.
.
ভাষাহীন নির্বাক চোখে ময়লা ফেলার গাড়িগুলি-
টেনে নিয়ে যায় অবাঞ্চিত রক্তাক্ত মানবতা
মনুষ্যত্ব হারিয়ে যায় অবৈধ সম্পর্কের ক্রমাগত আস্ফালনে,
দশমাস বিরক্তকর গর্ভধারণের তিক্ততায়
নরম তুলতুলে শরীরটার শেষ আশ্রয় হয়
পীচ ঢালা রাস্তা কিংবা গলির মোড়ের নোংরা ডাস্টবিন!
.
.
শিয়াল কুকুর ইঁদুরের এখন মহাউৎসব চলে অহরহ
দূঃসহ খাদ্যসংকট কেটে গেছে না চাইতেও
নরম তুলতুলে শরীর দিয়ে হয় অপ্রত্যাশিত ডিনার।
.
.
বেহায়া মানবতা আর মনুষ্যত্বের সামাজিক কৌষ্ঠকাঠিন্যের আবর্তে
অবৈধ সম্পর্কে জন্ম নেয়া এইসব আপদ
নিঃস্তব্ধ সদ্য নাড়ীকাটা শিশুরা এভাবেই বিদায় নেয়
নিরবে একদম নিভৃতেই!
.
.
ছবিঃ দৈনিক পত্রিকা থেকে প্রাপ্ত, ইচ্ছে করেই ছবি কিছুটা ঘোলাটে করে দেয়া হয়েছে।

@ যুনাইদ

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ১১-০১-২০২০ | ১৯:৪৬ |

    পরিপাটি লেখা

    GD Star Rating
    loading...
    • যুনাইদ : ১২-০১-২০২০ | ৭:৪৮ |

      পড়ার এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ রইলো আপনাকে।

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ১২-০১-২০২০ | ১৫:৫৪ |

    দারুণ এক অনুভুতি ,বেশ লাগলো । 

    GD Star Rating
    loading...