মেঘ রোদ্দুর স্বপ্ন

মেঘ রোদ্দুর স্বপ্ন

১.
সেদিন আমাদের এলোচুল স্বপ্নরা উড়তে উড়তে আটকে পড়েছিলো পাহাড় চূডায়। ঠিক যেমন পাহাড় চূড়ায় আটকে পড়ে মেঘেরা। আমার তোমার আমাদের স্বপ্নরা। রবির প্রথম কিরণের পরশে সে স্বপ্নরা হয়েছিলো স্বর্ণরঙা। আমি হেঁয়ালি মনে পাঁচতারকা হোটেল কক্ষে বসে কফিতে চুমুক দিতে দিতে আমাদের সেই সোনারঙা স্বপ্নের বিচ্ছুরণ দেখছিলাম। একবার কি মনে হলো জানালার কাঁচ সরিয়ে হাত বাড়ালাম স্বপ্ন ছোঁয়ার সাধে। তোমার আমার আমাদের স্বপ্নরা। সোনালি রোদ্দুর স্বপ্নরা।

২.

কোন এক বৃষ্টিভেজা সাঁঝবেলায় ক্ষণিকের পাশাপাশি পথচলায় খুব সন্তর্পণে বলেছিলে বৃষ্টি তোমার ভীষণ ভালোলাগার। আমার যে কি হলো, সেই থেকে বৃষ্টি ভালোবেসে ফেললাম। এখন তোমার সেই বৃষ্টিভেজা নির্ঘুম রাত আমাকে ভীষণ নির্ঘুম রাখে।

৩.

তিমির রাত্রি। আঁধারের বুক চিরে বৃষ্টি নামে। আজ আমাদের পাহাড় চূডার স্বপ্নরা বৃষ্টি হয়ে ঝরে পড়ে। হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁই, স্বপ্ন ছুঁই। অধরা স্বপ্নরা বৃষ্টি হয়ে ঝরে। তোমার আমার আমাদের স্বপ্নরা। আমাদের অধরা স্বপ্নরা ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৩-০৮-২০১৭ | ১৯:২৩ |

    এ যেন নিজের সাথে নিজেরই কথা বলা। স্বপ্ন সকল জীবনের অনুষঙ্গ।
    সুন্দর শাব্দিক প্রকাশ। দীর্ঘ একটি সময় পর শব্দনীড়ে আপনার লিখা পড়লাম। Smile

    GD Star Rating
    loading...