সব রোদ সাঁতরিয়ে
আরও নতুন রোদের পটভূমি তৈরী হবে বলে
প্রস্তুত রেখেছি ধর্মগ্রন্থ সব
যারা বলেছিল সব কথা বলা হয়ে গেছে
যারা জেনে গেছে শেষ সত্যের স্বাদ
যারা ভেবে গিয়ে ছিল
আর কিছু নাই দেখে নেওয়ার
তাদের মতো নয় আমার দেওয়াল
সব রোদের ভিতরে
আরও নতুন রোদের আলো ফুটে উঠবে বলে
আজ আর কোন বাণী নয়
সব অক্ষরের পিরামিড ভেঙ্গে
সব শব্দের শিকল কেটে
সব প্রচারের মুখে তুড়ি মেরে
প্রথম দিনের মানুষের মতো
আজ পরিষ্কার আমার দেওয়াল
সব রোদের শেষে
আরও নতুন রোদের কাছে ঋণী হব বলে
নতজানু আমার হৃদয়
এখানে কোন কিছুই্ব স্বতঃসিদ্ধ নয়
এখানে প্রশ্নবিদ্ধ সকল সময়
এখানে যুক্তি তর্ক বোধ খেলা করুক
সকাল বিকাল মহা সাগরের ঢেউয়ের মতো
সজীব থাকুক আমার দেওয়াল
——শ্রীশুভ্র
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'সকাল বিকাল মহা সাগরের ঢেউয়ের মতো
সজীব থাকুক আমার দেওয়াল।' … এবং আমাদের দেয়াল। সুন্দর লিখন দাদা।
loading...
অনেক ধন্যবাদ
loading...