সম্পর্কগুলোর যত্ন নিতে হয়…….
কিছু সম্পর্ক প্রকৃতিতে মিশে যায়
কিছু সম্পর্ক জন্মগতভাবে হয়,
কিছু সম্পর্ক হয় বিধাতার ইশারায়
কিছু সম্পর্কের মাঝে ভালোবাসা কথা কয়।
কিছু সম্পর্ক উচ্ছ্বাসে প্লাবিত হয়
কিছু সম্পর্ক আলোকিত জ্যোৎস্নায়,
কিছু সম্পর্ক থাকে কবিতার খাতায়
কিছু সম্পর্ক অমর হয়।
সম্পর্কগুলোর যত্ন নিতে হয়………
কিছু সম্পর্কে দুরত্ব তৈরি হয়
কিছু সম্পর্ক ভাঙাগড়া খেলে যায়,
কিছু সম্পর্ক হৃদয় থেকে হারিয়ে যায়
কিছু সম্পর্ক শুধু অশ্রুজলে লেখা হয়।
কিছু সম্পর্কের মাঝে অভিমান অন্তরায়
কিছু সম্পর্ক ভাসে ভুলে ভুল ধারণায়,
কিছু সম্পর্ক ফিরে না পূর্বের জায়গায়
কিছু সম্পর্কে ক্ষমা তাঁর স্থান হারায়।
সম্পর্কগুলোর যত্ন নিতে হয়………
কিছু সম্পর্কে ঈশ্বর রয়
কিছু সম্পর্ক ইতিহাস গাঁথা হয়,
কিছু সম্পর্ক বন্ধুত্বে আবদ্ধ রয়
কিছু সম্পর্কে অবিশ্বাসের বসবাস হয়।
কিছু সম্পর্ক সাম্যের গান গায়
কিছু সম্পর্ক জাগে মুক্তির চেতনায়,
কিছু সম্পর্ক থাকে স্মৃতির পাতায়
কিছু সম্পর্ক স্থির অপেক্ষায়!
সম্পর্কগুলোর যত্ন নিতে হয়
তা নাহলে নোনা জলে হারিয়ে যায়।
loading...
loading...
সম্পর্কগুলোর যত্ন নিতে হয়
তা নাহলে নোনা জলে হারিয়ে যায়। __ সঠিক বলেছেন প্রিয় কবি।
loading...
কিছু কিছু সম্পর্কের কথা রেখে দিতে হয় মনের গভীরে
loading...