অণুকাব্য / সত্য বাক্য

১.
অবান্তর কথা,
কখনোই বলা যাবে না তা।
২.
নামাজে সকল লোকে,
যেন আল্লাহর প্রতি আকৃষ্ট থাকে।
৩.
নামাজে যে সূরা এবং দোয়া উচ্চারণ করে,
সবই যেন উপলব্ধিতে থাকে অন্তরে।
৪.
যা অপ্রয়োজনীয়,
তা অবশ্যই বর্জনীয়।
যা অপছন্দনীয়,
তা অবশ্যই বর্জনীয়।
৫.
যে সব কাজে বা কথায়
লাভ না হয়, তা অবশ্যই বর্জনীয়।
৬.
দুনিয়া মূলতঃ পরীক্ষাগৃহ
অমূলক কাজে লিপ্ত হয় না যেন কেহ।
মূলতঃ দুনিয়ায় মাপা-জোখা মেয়াদ,
কোনো এক সময় নিতেই হবে মৃত্যুর আস্বাদ।

চলবে………….

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৪-২০১৭ | ২২:৩৮ |

    নামাজে যে সূরা এবং দোয়া উচ্চারণ করে,
    সবই যেন উপলব্ধিতে থাকে অন্তরে।

    ___ সুবহান আল্লাহ। আমীন।

    GD Star Rating
    loading...
  2. আনু আনোয়ার : ২২-০৪-২০১৭ | ০:৫৬ |

    অত্যন্ত সুন্দর ও প্রয়োজনীয় কথাবার্তা।
    সবচেয়ে ভাললেগেছে এই দরকারী কথাগুলো সুন্দর করে ছন্দোবদ্ধ করে দিয়েছেন। এই বিষয়গুলো সহজে মাথায় থাকবে। এমনকি বাচ্চাদেরকে ছড়া হিসেবে ছোটোবেলা থেকেই তালিম দেয়া যাবে।

    অনেক শ্রদ্ধা গ্রহন করুন।

    GD Star Rating
    loading...