তোমায় সত্যিই অনেক ভালবাসি

তোমায় সত্যিই অনেক ভালবাসি।
মিথ্যে ছন্দে, নাটকীয় ঢঙে হয়তো কখনো
বলতে পারি না একথা। কিন্তু এটাই যে সত্যি।
প্রতিটি ক্ষণে অহর্নিশ তুমি জড়িয়ে থাকো
আমারই ভালবাসার হৃদয় কুটিরে-
বলো, সত্যি করে বলো,
এগুলো কি তুমি বুঝতে পারো না?
হাজারো ছন্দ আজ গোলক ধাঁধায় চাপা পড়ে আছে
কারণ, তোমায় দেখলে তো ছন্দ তাল হারিয়ে যায়
সত্যি! তোমার অনেক রাগ, অনেক অভিমান আছে।
কিন্তু, সে যে আরও আনন্দের।
কারণ, তুমি যখন রাগ কর তখন বেশীই সুন্দর লাগে।
গোলাপী ঠোঁটের কোণে কোমল হাসিটি তখনও
স্থির থাকে।
আবার মাঝে মাঝে বেশী রাগলে
একদমই কথা বলো না।
কি বল, সত্যি বলছি না?
আচ্ছা, তুমি এমন কেনো?
চক্ষুপানে, অন্তরালে দু’পাশেই তোমার বিচরণ
রাতের অন্ধকারে, জোস্নার তারকার মেলায় সদা
তুমি ভেষে থাকো নীরবে। আমি দেখি আর হাসি
বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালভাসি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-০৪-২০১৮ | ১৩:৪৩ |

    দারুণ রোম্যান্টিক শব্দ কথনে কিছু জায়গায় কবি মনের আকুলতা অসম্ভব ফুটে উঠেছে। অভিনন্দন প্রিয় মানুষ মি. সাইদুর রহমান। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • সাইদুর রহমান১ : ২১-০৪-২০১৮ | ১২:২৫ |

      শ্রদ্ধেয় ‘মুরুব্বী’, প্রতিটি গল্পে আপনার আগমন সর্বদাই নতুন মাত্রা যুক্ত করে দেয়। আমার ক্ষেত্রেও যার ব্যতয় ঘটেনি। আশা করি এগিয়ে যাবো।

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ২০-০৪-২০১৮ | ১৯:৫৮ |

    কবি'দা কে পাঁচ তারকা। ভাল লেখা। ভাল প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. সাইদুর রহমান১ : ২১-০৪-২০১৮ | ১২:২৯ |

    আমার প্রিয় কবি রিয়া রিয়া….. আপনার লেখা পড়েও আমি প্রতিটি মুহুর্তে নিজেকে আবিস্কার করি অগোচরে থাকা ব্যক্তি হিসেবে। যেমনটি আপনি আপনার কবিতায় পরোক্ষ করে রাখেন। আপনাদের সবার শুভেচ্ছাই আশা করি আমাকে লক্ষ্যে নিয়ে যাবে।

    GD Star Rating
    loading...