ভোরের সানকিতে ভাঁপ ওঠা সরলতার ছোঁয়া
এখন আর কিছুতেই খুঁজে পাইনা
কি যেন হারায় প্রতিদিন, প্রতিক্ষণে ;
পাড়ভাঙা মাটির তলপেটে হারায় অঙ্কুরিত সরল কবিতার ঘ্রাণ,
নিঃশব্দের আকাশ, শিশিরের ছদ্মনাম, আলজিভের ত্রস্ত পিপাসা
সবই যেন শুধু হারিয়েই যায়।
মধ্যবিত্ত সময়ের ভাঁজে দেখি আঁটকুড়ে নদীর গর্ভপাত
বিবস্ত্র বাক্যের প্রতিকৃতি
স্বরচিত জন্মকথায় গেঁথে দেয় জটিল ক্ষুধা,
হারাতে থাকি হাড়ের মজ্জায় বাস করা অবচেতনের শুকপাখি।
কত কি হারাই প্রতিদিন প্রতিক্ষণে
কোথায় যে হারিয়ে যায় আত্মমগ্নতার প্রত্নতাত্ত্বিক সুখানুভূতি !
বহু ব্যস্ততায় আমি থাকি আমার আড়ালে,
আমার ছায়ার ভেতর।
ক্ষুধিত চরের রক্তপিপাসায়
চোখের শব্দগুলো ঢেকে রাখি চোখেরই পাতায়,
ঝুলে থাকা নক্ষত্রের গায়ে লিখে দেই প্রত্যাবর্তনের ইচ্ছেগুলো
ওরা ও হারিয়ে গেলে কালক্ষয়ে রাত বাড়ে,
আমার শিথানে রাত বাড়ে,
শুধু কালরাত বাড়ে।
আঁধারে চুপিচুপি খুদকুঁড়ো খুঁটি
ধানফুল ঝরে গিয়ে অভিশাপ নেমে এলে
হারিয়ে ফেলি মোহরের গন্ধবাস,
কুপির মৃদু আলো থেকে সরে যায় লালনীল সুতো, সুই, রুমালের সাদা রং
সব হারিয়ে আমি নিতান্তই এক নিরন্ন বাস্তুহীন ফিনিশীয় কবর।
loading...
loading...
ফিনিশীয় কবর শব্দটি আমার মাথায় অপ্রচলিত মনে হয়েছিলো। পরে গুগল দেখলাম। কবিতার গুণমান বিচারে অভিনন্দন কবি।
loading...
অনেক ধন্যবাদ আপনাকে। হঠাৎ কোন কোন শব্দ মাথায় চলে আসে। হা হা হা। ভালো থাকু।
loading...
দারুণ শক্তপোক্ত কবিতা উপহার আপা। দারুণ।
loading...
শুভেচ্ছা ভাই । মন্তব্যে উৎসাহিত হলাম ।
loading...
খুউবি সুন্দর হয়েছে রুকশানা আপু। অনেক অনেক অভিনন্দন জানাই।
loading...
স্বাগতম প্রিয় কবি। সুন্দর থাকুন।
loading...
কবিতায় মুগ্ধ হলাম আপা।
loading...
কবিতার পাশে থাকায় আমিও আনন্দিত হলাম আপু। শুভেচ্ছা।
loading...
নিঃশব্দের আকাশ, শিশিরের ছদ্মনাম, আলজিভের ত্রস্ত পিপাসা
সবই যেন শুধু হারিয়েই যায়।
loading...
জীবনের সব সরলতা হারিয়ে গেলো দাদা । শুভেচ্ছা জানবেন ।
loading...
কুপির মৃদু আলো থেকে সরে যায় লালনীল সুতো, সুই, রুমালের সাদা রং
সব হারিয়ে আমি নিতান্তই এক নিরন্ন বাস্তুহীন ফিনিশীয় কবর।
* অসাধারণ পরিসমাপ্তি…
loading...
শুভেচ্ছা অফুরান । অনেক অনেক ধন্যবাদ ।
loading...
মুগ্ধ হলাম প্রিয় কবি দিদি ভাই।
loading...
ধন্যবাদ দিদিভাই। শুভেচ্ছা তোমাকে।
loading...
বেঁচে থাকার মাঝে প্রতিক্ষণ কিছু-না-কিছু হারাচ্ছি, প্রতিনিয়ত!
সুন্দর একটি বাস্তবমুখী কবিতার উপহার দেওয়ার জন্য শ্রদ্ধেয় কবি দিদিকে অজস্র ধন্যবাদ।
loading...
শুভ সন্ধ্যা দাদা । অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।
loading...
সুন্দর উপস্থাপনা। মুগ্ধ হলাম প্রিয় কবিবোন। কাব্যিকতা ও বিষয়বস্তু অসাধারণ।
কবিতার কাব্যভাবনা চমত্কার।আন্তরিক শুভেচ্ছা রইলো।
জয়গুরু!
loading...
শুভ সকাল দাদা। শুভেচ্ছা সারাবেলা। ভালো থাকু।
loading...