একটা শহরে এতো মানুষ থাকতে পারেনা,
শহরের সাদা রেলিং জুড়ে ছিপছিপে ঘূর্ণির মতোন মানুষ
ঊর্ধ্বশ্বাসে ছুটন্ত মানুষের পায়ে ও কপালে যেন দীর্ঘ সুনামিগন্ধ
মানুষের তুফান গিলে খাচ্ছে শহরের সবগুলো ঋতু, মাটি ও হৃদপিণ্ড।
এতো মানুষ, কেবল মানুষ
মানুষের পিঠে মানুষ
মানুষের পায়ে ও ত্বকে মানুষ,
দলে দলে স্নায়ুতন্ত্রের লাল ট্র্যাফিক সিগন্যালে
একটা শহর তলিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে
ছোটবড় পিচরাস্তায় জ্বলন্ত মোমবাতির মতো চুইয়ে পড়ছে ঘামক্লান্তি।
মানুষের অগ্নিতাপে গলছে শহরের যাবতীয় ফ্লাইওভার।
এই শহর মানুষের ভারে ন্যুব্জ,
এই শহর মানুষের ঘামে ভারসাম্যহীন প্রতিবন্ধী,
এখানে হেলাফেলায় হুটহাট ঢুকে পড়েছে ঘটিবাটিহীন প্রত্যাখ্যাত,
ওরা ধুমধাম গিলছে লতানো পাতার নতমুখ।
শহরের একপাশে প্রত্নজ ক্ষিধে,
দীর্ঘ জ্যামের ভেতরে হাতপেতে গিলছে প্রচন্ড সূর্যের আলরেখা,
অন্যপাশে চিলিচিকেনের উচ্ছ্বসিত টুংটাং
একফালি চাঁদজড়ানো নৈশশিশিরের তুমুল হর্ষ,
পালতোলা নরনারীর অলৌকিক হিরকদ্যুতির শব্দবিকেল।
একটা শহর গিলছে মানুষ
মানুষের শ্বাসযন্ত্রে মানুষ
মানুষের রক্তে মানুষ,
মানুষের ভারে তলিয়ে যাচ্ছে এ শহর
ক্রমশ তলিয়ে যাচ্ছে মহেঞ্জোদারোর মতো…..…।
loading...
loading...
আপনার এই কবিতার যতটা প্রশংসা করবো আমার মনে হয় কম হবে। শুভেচ্ছা আপা।
loading...
এটা আমার কবিতার জন্য অকল্পনীয় কমপ্লিমেন্ট — অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
loading...
ওরা আগন্তুক। এই শহর মানুষের ভারে ন্যুব্জ,
এই শহর মানুষের ঘামে ভারসাম্যহীন প্রতিবন্ধী,
এখানে হেলাফেলায় হুটহাট ঢুকে পড়েছে ঘটিবাটিহীন প্রত্যাখ্যাত।
প্রকৃতিই হচ্ছে প্রকৃতির নিয়ামক। প্রকৃতি তার ভারসাম্য ঠিক ধরে রাখতে জানে কবি।
loading...
প্রকৃতি ও বিরূপ হয়ে গেছে শ্রদ্ধেয়, প্রকৃতির রোষানলে পড়ে গেছে এ জাতি —- শহুরে জীবনে আজ অবর্ননীয় ক্লান্তি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।
loading...
একটা শহর তলিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে
ছোটবড় পিচরাস্তায় জ্বলন্ত মোমবাতির মতো চুইয়ে পড়ছে ঘামক্লান্তি।
loading...
আমার পোস্ট আপনার প্রথম অনুভূতি জানানোর জন্য কৃতজ্ঞতা । শুভেচ্ছা আপনাকে ।
loading...
মিলস ফ্যাক্টরি এগুলো অন্যান্য জেলায় পাঠিয়ে দেয়া উচিত।কিছুটা হলেও জনসংখ্যা কমবে।
loading...
অপরিকল্পিত নগরায়নের কুফল এখন এড়াতে পারছি না আমরা । আপনার সুচিন্তিত মতামত নগর পরিকল্পনাবিদগণের কাছে গ্রহণযোগ্য হলে সুফল আসতো। ধন্যবাদ আপনাকে ।
loading...
অপূর্ব ভাবনার অনবদ্য প্রকাশ।কাব্যে বাস্তব সমস্যার জলন্ত প্রতিফলন।মুগ্ধ হয়ে পড়লাম।
ভালো থাকবেন প্রিয়কবি।
loading...
"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় " —- কাব্য এখন সেই গদ্যের কাছে নতজানু। ধন্যবাদ আপনাকে ।
loading...
সুন্দর ভাবনাময় বাস্তব প্রকাশ।
loading...
অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন সবসময়।
loading...
কবিতায় মুগ্ধ হলাম রুকশানা আপা।
loading...
অনেক ভালবাসা আপু — কবিতার পাশে থাকুন সবসময়।
loading...
কবিতাটিকে অনন্য এক মর্যাদায় নিয়ে গেছেন কবি বোন রুকশানা হক।
loading...
দাদা আপনার চমৎকার অনুভূতি আমাকে উৎসাহিত করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
loading...
শ্রদ্ধেয়া আপু, এক্কেবারে মনের কথা বলে দিয়েছেন। এখানে কোথাও এক রত্তি নির্জনতা নেই। এখানে সবখানে মিছিল, সমাবেশ- সোজা হও আরামে দাঁড়াও… অপরিকল্পিত নগরায়নের অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে আপনার মতো সুস্থ মুক্তবুদ্ধির শিল্পীদের। মানুষ যেমন গিজগিজ করে, তেমনি আনুপাতিক বিভিন্ন স্থাপনাও। সবমিলিয়ে এ দেশ নরক হবার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
দুঃখজনক। চমৎকার প্রকাশ আপু। শুভেচ্ছা সবসময়।
loading...
খুব বাস্তবসম্মত কমপ্লিমেন্ট —-মানুষের জীবনযাত্রা যেন থমকে গেছে এই দুঃসহ মানুষেরই ভারে । "অপরিকল্পিত নগরায়নের অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে " — সেকথাই বলতে চেয়েছি ভাই।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
loading...
অসাধারণ একটি কবিতা হয়েছে প্রিয় কবি দিদি ভাই।
loading...
তোমাকে অনেক অনেক ভালবাসা দিদিভাই । ভালো থেকো সবসময়।
loading...
ভালো লিখেছেন কবি।
loading...
অনেক ধন্যবাদ আপনাকে । কবিতায় উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা ।
loading...
কবিতায় শুভেচ্ছা রেখে গেলাম আপা।
loading...
আপনাকেও শুভেচ্ছা —- শুভকামনা নিরন্তর।
loading...
একটা শহর গিলছে মানুষ
মানুষের শ্বাসযন্ত্রে মানুষ
মানুষের রক্তে মানুষ,
মানুষের ভারে তলিয়ে যাচ্ছে এ শহর
ক্রমশ তলিয়ে যাচ্ছে মহেঞ্জোদারোর মতো…..…
বাস্তবতার সারসংক্ষেপ
loading...
অনেক অনেক ধন্যবাদ ভাই ।ভালো থাকুন সবসময় ।
loading...