আমি স্বপ্ন দেখি সংগোপনে
রাতের আলোয় ঘুরছি একা,
নীরবতা সেথায় শুধু
স্বপ্ন ছাড়া সবই ফাঁকা।
স্বপ্ন দেখি মানুষ হবার
অমানুষদের যত বাধা,
যতই আসুক দুঃখ ব্যাথা
জীবন হবে স্বপ্ন গাঁথা।
আমি স্বপ্ন দেখি নতুন দিনে
উঠবে ফুটে নতুন আলো,
আঁধার নেবে মুখ লুকিয়ে
হোক না যত নিকষ কালো।
স্বপ্ন দেখি মানুষ নামে
আছে যত জন্তু যারা,
চিহ্ন তাদের হয়ে বিলীন
ধরা হবে মুক্তধারা।
আমি স্বপ্ন দেখি বিভেদ ভুলে
মানুষ সবাই মিলবে মনে,
সবাই সবার হবে সাথী
শান্তি পাবে জনে জনে।
স্বপ্ন দেখি পিতা-মাতা
হবে সবার নয়ন মনি,
বৃদ্ধাশ্রম হয়ে ফাঁকা
সংসার হবে সুখের খনি।
আমি স্বপ্ন দেখি জীবন দশায়
কর্মগুনে সমাদ্দৃত,
ভালো কাজে হাসবে রবি
ফুটবে ফুল অবিরত।
স্বপ্ন দেখি আমার নামে
শ্রদ্ধায় সবার নত মাথা,
হাসব আমি শেষ যাত্রায়
কাঁদবে তখন আম-জনতা।
তাং-০৬/১০/২০২২ ইং
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
স্বপ্ন,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ লিখেছেন কবি
loading...
ধন্যবাদ
loading...
শুভেচ্ছা জানবেন কবি। শুভ সকাল।
loading...
ধন্যবাদ
loading...