নজরুলের বঙ্গমাতা রবি’র সোনার বাংলা,
এসব এখন কথার কথা বলার জন্য বলা।
গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান,
পুকুর ভরা মাছের কথা ভারী করে কান।
নববর্ষে পান্তা মেলে ইলিশ মেলা ভার,
বিদেশীদের নজর এখন চোখে দেখাই সার।
নবান্নের পিঠা-পুলি ক্ষয়ে গেছে কালে,
এসব এখন আটক আছে পিৎজা স্যুপের জালে।
ষড়ঋতুর এদেশ আমার ঋতু এখন দেখি তিন,
গ্রীষ্ম বর্ষা শীত আছে বাকী সব প্রায় বিলীন।
সময় স্রোতে হারিয়ে গেছে সাধের সেই কলেরগান,
টিভি সিডি মোবাইলে শুনি এখন ওয়েস্টার্ন ।
গীটার ড্রামের ভীড়ে আজ একতারা বেশ বেকায়দায়,
দু’দিন পরে দেখতে হবে জাদুঘরের আস্তানায়।
আউল বাউল লালন ছেড়ে সবাই রকে মেলায় সুর,
চিনল না কেউ আসল সোনা কোন টা বেশি সুমধুর।
ডিস্কো ড্যান্সের তালে দেখি দোলায় সবাই নিজের দেহ,
দেশীয় নৃত্যে আছে জাদু বোঝে না আর এখন কেহ।
সচেতনতায় রুখতে পারে হৃদয় দিয়ে যদি বুঝি,
মনের টানে অনুভবে হারিয়ে তাই আবার খুঁজি।
loading...
loading...
সুন্দর
loading...
ধন্যবাদ।
loading...
অনেক অনেক দিন পর !!
অভিনন্দন এবং স্বাগতম কবি নীতিশ রায়। 
loading...
ধন্যবাদ
loading...
বাহ সুন্দর স্মৃতিময়
loading...
ধন্যবাদ
loading...