হঠাৎ আজিকে কালো মেঘে
সারা আকাশ বব্বর,
ডেকে বলে মা যাসনে কোথাও
এখুনি আসিবে ঝড়।
কে শোনে কথা মানিবে না বাধা
যেতে হবে ঐ দুরে,
ফুলে ফুলে সাদা বকুল তলা
আসিব এখুনি ফিরে।
কালো আর ও গাঢ় হলো
আঁধার হলো যে ধরা,
মন পাখি আর থাকে না ঘরে
যেতে চায় বকুল তলা।
দেখে আসি মা কো’থা আছে
দিতে হবে ফাঁকি তারে,
দেরি হলে আজ ফিরতে হবে
শুন্য হস্তে ঘরে।
মা আছে বসে উননের পাশে
পিছে যেন নাহি ফেরে,
জানতে পারলে উপায় নেই
সাজা দেবে আজ মোরে।
কি বুঝে মা দিল এক হাঁক
বাইরে দিয়েছি যখন পা,
যেতে নেই কোথাও বুঝলি বাচা
মা দেয় যদি বাঁধা।
পবন দেবতা রুষ্ট অতি
ক্ষেপেছে দারুন ভাবে,
সারা পৃথিবী করিবে শ্বশান
কেহ নাহি ক্ষমা পাবে।
প্রলয়ের তালে নাচিছে ধরা
নেই কোন কলরব,
ডাক দিয়ে জীবন দিলে
নাহলে পেতে মোর শব।
সন্তানের জন্য মায়ের মন
চিরকাল দিশেহারা,
বিপদ আসলে বুঝতে পারো
হয়ে যাও পাগলপারা।
সত্যিই তুমি বিশ্ব বিধাতা
এ ভবের অধিশ্বরী,
তোমার নামে মাথা নত হয়
তোমারে প্রনাম করি।
loading...
loading...
"প্রলয়ের তালে নাচিছে ধরা নেই কোন কলরব,
ডাক দিয়ে জীবন দিলে নাহলে পেতে মোর শব।"
___ অসাধারণ মি. নীতিশ রায়। আপনার জন্য শুভকামনা।
loading...
আশির্বাদ করবেন প্রিয় মুরুব্বী।
loading...
পদ্য কবিতাটে অনেক ভালো হয়েছে।
loading...
ধন্যবাদ ভাই।
loading...
পবন দেবতা রুষ্ট অতি
ক্ষেপেছে দারুন ভাবে,
সারা পৃথিবী করিবে শ্বশান
কেহ নাহি ক্ষমা পাবে। বাহ্ দারুণ হয়েছে কবি নীতিশ দা।
loading...
ধন্যবাদ প্রিয় দাদা, শুভেচ্ছা নিবেন।
loading...
মা তো মা ই কবি ভাই।
loading...
ধন্যবাদ আপু।
loading...
শুভেচ্ছা প্রিয় কবি দা।
loading...
অনেক অনেক ধন্যবাদ আপু।
loading...
বেশ ভালো লাগলো শ্রদ্ধেয় কবি, শুভেচ্ছা জানবেন
loading...
ধন্যবাদ ভাই।
loading...