প্রিয় বন্ধুবর মনে নিয়ে ছল লুকায়েছ কতদুর,
আজি গহিন নিশিতে মনের বাঁশিতে বিরহের বাজে সুর।
ছিল কত স্মৃতি ছায়া বনবিথি হাজার রঙের ভিড়ে,
রাত ফিরে আসে হুল্লোড় শেষে ফিরেছি নিজের নীড়ে।
না হলে দেখা রক্তিম শিখা অনল জ¦লেছে মনে,
দিবা হলে পার বেদনা আঁধার ভেঙেছে হৃদয় বানে।
নিয়ে করে তুলি আলতো রঙের বুলি ফুলে পূর্ণ বাগান,
আর ও কত ছবি নদী শশী রবি বর্নী ছিলে মহান।
দেখা হল পরে একাবিংশ ঘরে বয়স তখন সতের,
হল বুঝি ভুল গননায় গুল পেরিয়েছি কেবল তের।
খাওয়া থেকে ঘুম দুষ্টমির ধুম মাতেয়েছি সারা পাড়া,
হয়েছে অবাক মনের কি ভাব যুগলে দেখেছে যারা।
নানা রঙের মেলা কাটে সারা বেলা সন্ধ্যা হল সারা,
সমাগত জন বুঝিনি তখন কিসের এত তাড়া।
বেলা বয়ে যায় তাড়াতাড়ি আয় নতুন জামা পরে ’নে,
ধূপ দীপ জ্বালা কাজ হল সারা বন্ধু আজ দুজনে।
সুখে দুখে পাশে মনের আকাশে হাজার তারার মেলা,
সুরের ধারায দিন কেটে যায় হরষে কাটে যে বেলা।
কৈশর শেষে যৌবন আসে শিহরিত তনু মন,
রাগ-অনুরাগে মনে প্রেম জাগে ভালবাসায় সারাক্ষন।
সব ফেলে পিছে অবলা আজ কাছে গেয়ে ওঠে প্রেমগীত,
সুক্ষ্ন কি নাম বিধি নয় বাম হেমন্ত সে নয় শীত।
কিছু কিছু ভুল ফুটে হয় ফুল হৃদয় এলযে কাছে,
আর নয় দেরি কর তাড়াতাড়ি কিছু লোক বলে কথা পিছে।
একেএকে আজি প্রজাপতি রাজি সাতপাকে হল যে বাঁধা,
দুইয়ে দুই চার এক বছর পার কৃষ্ণরা পেল তার রাধা।
সময়ের পথ ধরে বয়ে চলে অতি ধীরে জীবনের জয় রথ,
দিন কেটে যায় সুখের ভেলায় ধরেছ অন্য পথ।
ললনা পেয়ে কাছে ভুলেছ কি পিছে জীবনে এসেছ ফেলে,
কৈশরের স্মৃতি নানা সুরের গীতি সব দিয়েছ জলে।
মন আমায় বলে সব যাও ভুলে ভষ্মে ঢেলো না ঘি,
লাভ নেই ভেবে যা হবার হবে দ্বারে হৃদয়ের ভাগী।
সুখে থেকো তুমি এই মিনতি করজোড়ে প্রার্থনা,
আজ ও আমি স্বরি বন্ধু তোমারি এই আমার শান্তনা।
loading...
loading...
লিখার কোথাও নিঃশ্বাস নেবার জায়গা রাখেন নি। তাইতো একটানা পড়তে হলো।
loading...
ধন্যবাদ দাদা
loading...
ভাল লিখেছেন কবি দা। শুভেচ্ছা জানবেন।
loading...
অনেক অনেক ধন্যবাদ অাপু
loading...
অনেকদিন পর আপনাকে এবং আপনার লিখা পড়ে শান্তনা পেলাম। আশা করবো ভালো ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে কবি নীতিশ রায়। শুভ সন্ধ্যা।
loading...
সময়, সুযোগ, অধ্যাবসায় কোন কিছুই অনুগত্য প্রকাশ করে না। ইচ্ছা থাকলে সবকিছু আগের মত হয়ে উঠে না। মনে হয় লেখালেখি থেকে অনেক দুরে সরে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন প্রিয় মুরুব্বী।
loading...
loading...