এইতো মাত্র আর কটা দিন,
হয়তো জয়ি বন্যাকে মনে রাখবে না কেউ!
মনে পড়বে কালে ভদ্রে,
বিশেষ কোন সময়ে,নতুবা বিশেষ দিনে।
জাগ্রত হবে না আর কারো বিবেক।
কাঁদতে কাঁদতে চোখের জল ও
শুকিয়ে যাবে এক দিন।
কেবল শুকাবেনা মায়ের শাড়ির-
আঁচলের প্রান্ত ভাগ।
দিগন্তের মেঘমালা উড়ে যাবে,
পাখির কুজনে মুখরিত হবে
সবুজে ঘেরা বন বিথী।
রবি সম্পাদন করবে আপন কর্ম।
তিমির রজনীতে জেগে রবে তারা গুলোন,
সাথে হয়তো মা।
বিচারের দাবিতে কাঁপবে না রাজপথ,
স্থিমিত হবে জনরোষ,
সবাই নিজের কাজে আবারও ডুব।
ব্যানার গুলো কারো দরজায়,
অথবা কারো টেবিল আচ্ছাদনে।
শ্লোগান সেতো অতীত,
বন্ধ হবে ফেসবুক লিখন।
মিডিয়া লম্বা…. ছুটিতে।
আদালত চত্বরে ইনজামামের মুচকি
হাসি প্রসারিত হবে আরো;
আন্দলিত হবে শিরা উপশিরায়।
হয়ত স্বাক্ষীর অভাবে-
আইনের ফাঁক গলে লাল দালান হতে
সোজা বাড়ির নরম বিছানায়।
এক সময় অট্টহাসি।
আবার ও কারো ছত্রছায়ায়….
জয়ি, বন্যা নয়তো অন্য কেউ।
কি আর চাই….
এই তো জীবন!
বেশ ভালোই তো চলছে….
চলুক না।
loading...
loading...
loading...
কবিতা সমগ্রের কিছু কিছু কবিতা পড়ার সুযোগ হচ্ছে। বেশ। অভিনন্দন কবি নীতিশ রায়।
loading...
ধন্যবাদ আপনাকে।
loading...