হৈচৈ হৈচৈ বিয়ে বাড়ির হৈ চৈ,
চারিদিকে লোকজন হরদম হৈ হৈ।
ছোট ছোট ছেলেমেয়ে মুখে হাসি সারাদিন,
আসবে বর আজ, মন নাচে ধিনধিন।
সূর্যটা যায় হেলে পশ্চিম আকাশে,
সানাই এর সুর বাজে দুর ঐ বাতাসে।
লোকজন সাথে নিয়ে বর এল সন্ধ্যায়,
চারিদিকে ছোটাছুটি, বর দেখে আসি আয়।
কিশোর কিশোরীরা আড় চোখে দেখে বর,
বুড়োবুড়ি মারে উঁকি, নিয়ে হাতে নিজ ছর।
বরনের কাজ শেষে এল বর ভিতরে,
চারিদিকে কারুকাজ বিবাহ বাসরে।
ব্যস্ত পাকঘর খাবার তৈরিতে,
রকমারী খাদ্য এসে গেল ট্রেতে।
কনে সেজে বসে আসে পশ্চিম এক ঘরে,
মেহেদিতে রাঙা হাত, হাসি সারা মুখ ভরে।
একে একে বিবাহের সব কাজ হল সারা,
শুরু হল বর কনের নব পথে পথ চলা।
বর বধুর গমনে বাড়ি হল শান্ত,
এভাবে হল শেষ বিয়ে বাড়ির আনন্দ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাহ্। লিখাটিতে দেখছি ক্রাইসিস নেই। সার্থক ছন্দ কবিতা।
loading...
ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।
loading...
আপনাকেও স্বাগতম কবি।
loading...
শুভেচ্ছা নিন কবি দা।
loading...
ধন্যবাদ আপু
loading...