কী করে চাঁদ ডুবে সুর্য উঠে যায়
তোমায় ভেবে ঘুমাতে না পেরে সকাল হয়ে যায়
কাঁপতে থাকে ঠোট ছলোছলা দু নয়ন
আবেগে ভেসে যায় ভালোবাসার পিপাসিত মন
তা কেউ না জানলেও, আমি জানি।
সময়ের সাথে বদলে যেতে থাকে সুর্যের তাপ
দুপুরের উত্তপ্ত রৌদ হয় বিকেলের মিষ্টি রৌদ্দুর
কী করে ভাবলেশহীন চোখ তাকিয়ে থাকে বিছানার ওপাশে
লোমগুলো দাড়িয়ে তালাশ করে কী কেন কীভাবে
তা কেউ না জানলেও, আমি জানি।
কী করে জীবন রঙধনু থেকে হয়ে যায় মনখারাপী আকাশ
কালো মেঘে ঢেকে যায় সুখের যত আবেগ অনুভুতি
পোড়ামন সুতো কাটা ঘুড়ির মতো অজানা গন্তব্যে উড়ে
এক এক করে সুখের তারারা কেন খসে পরে
তা কেউ না জানলেও, আমি জানি।
আমি জানি, কীভাবে পরিবর্তন মানুষকে ভালো রাখে
জিন্দা লাশের মতো অনুভূতিহীন করে বাচিয়ে রাখে।
আমি জানি, অনেক বছর পরে কবরে শুয়ে থাকবে
দুটি লাশ। জীবাশ্ম হয়ে
কোন একদিন যদি আবারও পাশাপাশি দাড়ানোর
সুযোগ আসে। সেই আশায়।
loading...
loading...
অসাধারণ শব্দ বিন্যাস ।
loading...
অনেক ধন্যবাদ কবি।
শুভেচ্ছা ও ভালোবাসা
loading...
পরিচ্ছন্ন রোম্যান্টিক কবিতাটি যথেষ্ঠ সুন্দর এবং গোছানো। শুভেচ্ছা প্রিয় মহাশয়।
loading...
অনেক ধন্যবাদ মুরুব্বী সাহেব।
শুভেচ্ছা নিন
loading...
আপনি একা জানবেন কেন! সবাই জানি। কিন্তু আপনার ভাষা প্রকাশ ভঙ্গি সব মিলিয়ে আপনার জানাটা হয়ে উঠেছে সার্বজনীন।
ভালো লেগেছে। ভালো থাকবেন।
loading...
অশেষ ধন্যবাদ কবি। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন
loading...