(১)
চলে যাবো তোমায় নিয়ে
সবুজ মাঠের রাস্তা দিয়ে
প্রকৃতির মাঝে
অপরূপ সাজে
দেখবো তোমায় মুগ্ধ হয়ে।
(২)
শান্ত আলোয় গোধূলি বেলায়
ফিরবো এবার তোমারই জেলায়
আসবে আসুক
প্রেমের অসুখ
সুখকে করেছি বুকে সেলাই।
(৩)
তোমায় অনেকটা ভালোবাসি
এই খুশিতে অবেলায় হাসি
লোকে পাগল বলে
ব্যাথা পায়না দিলে
বাজাই প্রেমের সুরেলা বাঁশি।
(4)
আসবে আসুক যতই কঠিন বিপদ
ভুলেনি নিয়েছি আমরা শপথ
সহজে বিয়ে
হয় না গো প্রিয়ে
সুখ তো আসে, বিদায় নিলে আপদ।
(৫)
স্বপ্নে তুমি প্রতিদিন আসো
জড়িয়ে ধরে ভালোবাসো
এটা কী সুখ
নাকি অসুখ
বাস্তবে এবার কাছে এসো।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাহ্। দারুণ রোম্যান্টিক লিমেরিক পড়লাম। অভিনন্দন জানবেন কবি। আশা করবো ভালো ছিলেন মি. মহাশয়।
loading...
ভালো লাগলো, অনেক শুভ কামনা
loading...
একটু লিমেরিক ধারায় লেখেন অনেক শুভ কামনা রইল
loading...
পাঁচটি প্রেমের কবিতাই অসাধারণ হয়েছে।
শুভকামনা রইল শ্রদ্ধেয় কবি মহাশয়।
loading...
ভালো হয়েছে
loading...