যতদূরে যাই মেঠো পথ ধরে
তুমি থাকো জোনাকির আলো হয়ে,
হারাবার কোন ভয় নেই ওরে
তোমার কাছে আঁধার যায় ক্ষয়ে।
যতদূরে যাই খরস্রোতা নদীর সাথে
তুমি থাকো শুশকের মত চারপাশে,
ডুববো না কখনো ডেউয়ের সংঘাতে
ভেসে থাকি তোমার দেহের উদ্ভাসে।
যতদূরে যাই পাখিদের ডানায় উড়ে
অলিন্দের রক্তস্রোতে তুমি আছো দুর্জয়,
তোমারে পাবো কোন সোনালি ভোরে
হৃদয়ে জাগিবে যখন প্রেম জ্যোতির্ময়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
যতদূরে যাই,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অলিন্দের রক্তস্রোতে তুমি আছো দুর্জয়,
তোমারে পাবো কোন সোনালি ভোরে
হৃদয়ে জাগিবে যখন প্রেম জ্যোতির্ময়।
loading...
Thanks
loading...