এই শহরের সব ভালোবাসা
মরে গেছে ভাইরাসে,
তুমি আর তারে
পাবে না হৃদয়ের ক্যানভাসে।
ভালোবাসা নেই আর
গোলাপের সুরভিত সৌরভে,
ভালোবাসা নেই আর
রমণীর মুখরিত গৌরবে।
ভালোবাসা নেই আর
যমুনার কালো জলে,
ভালোবাসা নেই আর
শ্রাবণের নবধারা ঢলে।
এই শহরে কোন ভালোবাসা
আর জাগিবেনা উদ্ভাসে,
কেউ আর তারে
পাবেনা কারো উল্লাসে।
মন ও মননে অসহ্য পীড়ন,
তবুও চলছে সাধের জীবন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
এই শহরের সব ভালোবাসা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালোবাসা নেই আর
শ্রাবণের নবধারা ঢলে।
চারিদিকে প্রেমহীন ব্যস্ততার পীড়ন,
তবুও চলছে রোবোটিক জীবন।
loading...