অনুশোচনা

রাত গভীর হলেই মন আনচান করে
সকালের দেখা পাবো কি আর!
হয়তো!
মসজিদের মাইকে শুনতে পাবো
একটি শোক সংবাদ!
হতেও পারে সে-কোন এক আত্মীয় আমার,
রাত গভীর হলেই মন আনচান করে
সকালের দেখা পাবো কি আর।

দিনের আলোতে শত কাজের ভিড়ে
ভাবি না কোনটা ভাল, কোনটা মন্দ আর,
শয়নে রাতের গভীরতায় মনে পড়ে সব!
রিপুর তাড়নায়,
হয়তো গড়েছি পাপের পাহাড়,
রাত গভীর হলেই মন আনচান করে
সকালের দেখা পাবো কি আর।

পরপারে যাবে যাচ্ছে জাতকুল আমার
দিতেই হবে পাড়ি চির সত্য মৃত্যুর দরজাটির,
ভাই গেল বন্ধু গেল এর পর সিরিয়াল কার!
রাত গভীর হলেই মন আনচান করে
সকালের দেখা পাবো কি আর।

মুসলিম, বৌদ্ধ, হিন্দু খৃস্টান যাই বলো
সবাই একই সুরে বলবে যাহা,
ধর্মে যত থাকুক ভেদাভেদ মৃত্যই হল সত্য তাহা
মৃত্যুই যেন হয় মানবের আরাধনা,
রাত গভীর হলেই মন আনচান করে
সকালের দেখা পাবো কি আর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০১-২০১৯ | ২২:৫৩ |

    "মুসলিম, বৌদ্ধ, হিন্দু খৃস্টান যাই বলো
    সবাই একই সুরে বলবে যাহা,
    ধর্মে যত থাকুক ভেদাভেদ মৃত্যই হল সত্য তাহা।"

    শুধু কিছু শব্দের সম্মলিনই নয়; বরং বলা যায় বাণী চিরন্তন। শুভেচ্ছা মি. মমি।

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৪-০১-২০১৯ | ২২:৫৭ |

    হুম। খাটি কথা বলেছেন মমি ভাই। প্রতিটি দিন হোক শুভদিন। মানুষের জন্য মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ১৪-০১-২০১৯ | ২৩:৪৮ |

    ঠিক কথা বলেছেন, লিখেছেনও। আগামীকালের উদিত সূর্যটা দেখতে পারবো কিনা কে যানে? রাত কিন্তু ভোর ঠিকই হবে।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১৫-০১-২০১৯ | ২১:৪৩ |

    প্রতিটি দিন হোক শুভদিন।

    GD Star Rating
    loading...
  5. লক্ষ্মণ ভাণ্ডারী : ০৬-০২-২০১৯ | ১৯:২৫ |

    বিরহী কবির ব্যথা

    লক্ষ্মণ ভাণ্ডারী

     

     

    লেখনী আমার স্তব্ধ আজিকে

    কবিতায় কথা বলে,

    কবির হৃদয় সিক্ত আজিকে

    বেদনার অশ্রুজলে।

     

    প্রতিদিন শুভ হোক, শুরু হোক নতুনের জয়যাত্রা।

    সুন্দর লেখনী। শুভেচ্ছা জানাই।

    জয়গুরু!

     

    GD Star Rating
    loading...