দুইয়ের দুনিয়া

ধরণীর বুকে নও একা তুমি
দুইয়ে আল্লাহ-রাসুল(সঃ),
মানব-মানবী হয়ে
দুনিয়ায় এলাম।

সৃষ্টি-ধ্বংসে দুইয়ের বসবাস
বর-কনে মিলে হয় জগৎ- সংসার,
এখানেও দুইয়ের বস বাস
বিয়ে-বিচ্ছেদে!
জীবনের হয় সর্বনাশ।

মা হলে পিতা আসে
দাদা-দাদী, নানা-নানী
সবিতে জোড় সংখ্যা রয়,
শিক্ষক শিক্ষার্থী দুইয়েতে
মানবের দ্বিতীয় জনম কয়।

জন্ম-মৃত্যু জীবনের মাঝে
বেহস্ত -জাহান্নাম,
দুইয়েতে জীবন চলে যায়
ইহকাল-পরকাল দুইয়ের মাঝে
দেহ-মন ভাল-মন্দ,
দুই দুইয়েতে মানব সাজা বয়।

দুনিয়া-আখেরাত এ দুইয়ের খেলায়
হাসি-কান্নার যেন মানব-মানবীর উপহাস!
নশ্বর দুনিয়ায় মানবতার দেবতা কই?
হাসি যেন কান্নার মাঝে মরনের ব্যাধি।

ছবিটি কার তুলা ঠিক তার নামটি মনে নেই। তবে ছবিটি তুলার সময়কার ঘটনাটির বর্ণনা মনে আছে। যুদ্ধাস্ত সিরিয়া একটি কিশোরী। পৃথিবী শাসনে বর্বরোচিত যে অমানবিক অত্যাচার করা হয় তার ফল ভোগ করতে হয় দেশের সাধারণ মানুষদের। বিশেষ করে অনাহারে অর্ধহারে অত্যাচারিত রুগ্ন নারী শিশু কিশোরদের মুখের দিকে তাকালে বা তাদের অসহায়ের মুখাবয়ব চোখে পড়লে মনে হয় এ পৃথিবীতে আমার মতন মানব দরদী’র বেচে থাকার কোন মানে হয় না কারন আমি অধম পাওয়ার লেস একজন মানুষ কি বা উপকার করতে পারি তাদের জন্য অথচ যারা পাওয়ারফুল যারা পৃথিবীকে শাসন করে তারাই তো ভাবেন ঐ সব মায়াভরা শিশু কিশোরদের রক্ষিত সুন্দর জীবন যাপনের। ধর্মের দোহাই দিয়ে দেশ রক্ষার্থে যুদ্ধের দামামাকে আমি ঘৃণাভরে দেখি। যুদ্ধ কেবলি ধ্বংসই ডেকে আনে, শান্তি নয়।

ছবিটি ফটো সাংবাদিক যখন তুলতে যাবেন ঠিক সে সময় এ কিশোরীর চোখে ছিলো, জলের প্রবাহিত ঝর্ণাধারা, মুখে ছিল আতংকের প্রতিচ্ছবি, মনে ছিলো ভয়, পেটে ছিলো জন্মের ক্ষুধা। আশাহীন পরিবারহীন (যুদ্ধে মৃত) জীবন ছিলো কোন মতন বেচে থেকে দায় সারাবার। সাংবাদিক বহুবার তাকে দিয়ে চেষ্টা করালেন মুখে একটু হাসি আনতে কিন্তু না, পুরো মুখাবয়ব জুড়ে কিশোরীর মুখাবয়বে হাসি আনতে পারেননি যতটুকু এসেছিলো তাতেই সাংবাদিক শেষ পর্যন্ত সন্তুষ্ট হলেন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-১২-২০১৮ | ১২:৫১ |

    এমন সহস্র মুখশ্রী পৃথিবী থেকে বড্ডো অসময়ে হারিয়ে গেছে। আর যে কোনদিন ফিরবে না; ভাবলেই বুকটা হাহাকার করে উঠে। যুদ্ধ কেবলি ধ্বংসই ডেকে আনে, শান্তি নয়। যারা যুদ্ধ বাঁধায় তারা অমানুষ। বিশ্বের শত্রু। Frown মানব সভ্যতার শত্রু।

    GD Star Rating
    loading...
    • মমি : ১৯-১২-২০১৮ | ২২:৩৪ |

      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৯-১২-২০১৮ | ২১:৩১ |

    দুঃখজনক হলেও এটাই যে আমাদের মুসলিম বিশ্বের বাস্তবতা। মানবতা দূরস্ত। Frown

    GD Star Rating
    loading...
    • মমি : ১৯-১২-২০১৮ | ২২:৩৩ |

      হুম সহমত।ধন্যবাদ ভাইয়া।

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১৯-১২-২০১৮ | ২১:৪২ |

    কবিতায় মুগ্ধতা আর পাদটীকায় হৃদয় ছোঁয়া তথ্য কথা। মনটা বিষণ্ন হলো মমি দা।

    GD Star Rating
    loading...
    • মমি : ১৯-১২-২০১৮ | ২২:২২ |

      ধন্যবাদ আপু

      GD Star Rating
      loading...